বুললেই তো বুলবেন বুলছি-০১
লিখেছেন লিখেছেন তারেক হাসান শেখ ০৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:১১:৫১ রাত
আসন্ন গ্রীষ্ম বা গরম শুরু না হতেই বারবার লোডশেডিং করা হচ্ছে । তাহলে ভাবছি প্রখর গরমের দিনে কি অবস্থা হবে ? এদিকে প্রধানমন্ত্রী দেশে বিদ্যুৎ কেন্দ্র উদ্ভোধন, রাশিয়ার সাথে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি করেই যাচ্ছেন তাও ঘটা করে । অন্যদিকে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র গুলোর কথা বলতে গেলে বলতে হয়, ওইসব প্রকল্পের ভাড়ার টাকা পরিশোধ ও তেল নিয়ে বিগত চার বছর ধরে চলছে হাজার হাজার কৌটি টাকা চুরি ও দুর্নীতির মহাউৎসব । অপরপক্ষে নতুন সংযোগ দেওয়ার কথা বলা হলেও খোঁজ নিতে গিয়ে জানা যায়, বছরের পর বছর ধরে লাখ লাখ সংযোগ প্রদানের ফরম সহ দরখাস্তের ফাইল বিদ্যুৎ অফিসের ইঁদুর গুলোর কাটাকুটি করার পছন্দনীয় উপাদানে পরিণত হয়েছে । তারপরও সরকারী দলের বক্তিতা-বিবৃতির চাপাবাজিতে পরিকল্পিত ভাবে পরিসংখ্যান ও সংখ্যাতাত্ত্বিক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে ।
বিষয়: বিবিধ
১১৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন