-আজব দেশের গজব কারবার-
লিখেছেন লিখেছেন তারেক হাসান শেখ ০১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:০৪:৪৯ সকাল
এই অভাগা দেশে আওয়ামীলীগের দোষ ধরলে আপনি বিএনপি আর বিএনপির দোষ ধরলে আপনি আওয়ামীলীগ । মানে সাদা কে সাদা আর কালো কে কালো বলার অধিকারের ধুমমমসে হরণ । ৪৩% ভোট নিয়ে আওয়ামীলীগ ক্ষমতায় এসেছে । কিন্তু ডায়লগ হলও বাংলার জনগণ এইটা মেনে নিবে না, তমুক দেখতে চায়না, এই দাবী বাংলার জনগণের দাবী । তাহলে এখন আমি নিজেই সন্দিহান হয়ে পড়লাম যে আমি কি বাংলার তথাকথিত জনগণ ? যদি সার্বিক অর্থে চুতিয়া জনগণই হই তাহলে আমার নামে এই বিজনেস কেন করা হচ্ছে? নাম দিবেন আমার আর মালাই খাবেন আপনারা ? তার উপর আবার যত দায়ভার আর বোঝা সব আমার? আজব দেশের গজব কারবার রে ভাই !!
বিষয়: রাজনীতি
১২৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন