পৃথিবী পকৃত সুখের যায়গা নয়!

লিখেছেন লিখেছেন রাইস উদ্দিন ০৩ এপ্রিল, ২০১৩, ০৪:০৭:৩৩ রাত



মানুষ অপূর্ণতা নিয়ে জন্ম নেয় এবং অপূর্ণতা নিয়েই পৃথিবী থেকে বিদায় নেয়া , আর এটাই নিয়তী। একজন মানুষ চায় নিরবচ্ছিন্ন আনন্দ , চায় শান্তি সূখ,তৃপ্তি। কিন্ত হায় ! আল্লাহ সূখ ও দুঃখকে মানুষের চীর সাথী করে দিয়েছেন যাতে উপলুব্ধি করা যায়-এবং এই পৃথিবী নামক কর্মশালায় সূখশান্তি এবং তৃপ্ত হওয়ার দূর্বার আকাংখ্যা নিয়ে কর্মখেত্রে নিরবচ্ছিন্ন ভাবে কর্মদ্দোম ও একাগ্রতার সাথে তৎপরতা চালায়, পরিবারকে যদিও সূখ-শান্তির স্থায়ী নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বলা হয় এই পৃথিবীতে! মুলতঃপৃথিবী স্থায়ী সূখের যায়গা নয়। এপৃথিবী নামক কর্মশালায় কর্মরত মানূষগুলোর জীবন প্রবাহে কখনো নেমে আসে বেথাবেদনার প্লাবন কখনো সূখ স্বাচ্ছন্দের প্রবল বন্যা! আনন্দ বেদনায় মানুষ চায় একজন নির্ভরযোগ্য বন্ধু একজন স্বাথী বা সহচারীনী,কারন মানুষের সূক্ষ অনুভুতিতে এগুলি প্রভাবিত করে বলেই মানুষ সুখের জন্য হন্যে হয়ে ছুটে বেড়ায় দেশ থেকে দেশান্তরে।নিয়তী তাকে আলেয়ার আলোর পিছনে দাবড়াতে থাকে মরিচিকার ধুকায় মানুষের সুক্ষ অনুভুতি গুলো বিকল হতে থাকে ,বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি তারাই বিশেষ করে ভুক্ত ভুগি।পরিবারের সুখের জন্য জীবনের কিমতি সময় গুলো নস্টকরে শেষ বেলায় এসে করুন দুর্দশা গ্রস্ত হতে হয়।চোখের পানিতে নদীর সৃষ্টি হয় হৃদয়ের ক্ষত কারো দৃষ্টিতে পরেনা।জীবনে চলার পথে হাসি কান্নার সঙ্গী হয় অনেকেই। যেখানে প্রতিমুহুর্তে পরিবর্তিত হয় হিসেবের অংক। যোজন বিয়োজন ঘটে আপেক্ষিক ভাবে। আজকে যে পরম বন্ধু বলে পরিচিত,কাল হয়ত হয়ে যাচ্ছে অন্য কেউ। কিন্তু জীবনসঙ্গী?সে যে চির সম্পর্ক! তা কি আর আপেক্ষিকতার নিরিখে পরিমাপ করলে চলে? জীবনসঙ্গী! সে যে হল একে অপরের আজন্মের সারথী, যতক্ষন দেহে প্রান সঞ্চালিত হবে ততক্ষনই জড়িয়ে থাকবে আষ্টেপৃষ্টে। এখানে ঝড় উঠবে, অমবস্যা হবে, উঠবে ঝকঝকে সোনালী রোদ্দুর, জোছনা বিলাবে রূপালী চাঁদ। এর মধ্যেই একসাথে উপভোগ করে নিতে হবে জীবনের আনন্দ। জীবনসঙ্গী হল, ঠিক নিজের পরিধেয় বস্ত্রটির মতই, সারাক্ষন আগলে রাখতে হয় প্রতিটি অশুচি থেকে, অনুভবে থাকবে প্রতিক্ষন, চলার পথের সকল বিপত্তি থেকে বাচিয়ে রাখতে হবে সযত্নে।তাই তো আসুন যেখানেই থাকি একত্রে থাকি।একে অপরের পরিপুরক হই উভয়ে মিলে দুনিয়াতে একটি জান্নাতি পরিবেশ তৈরী করি।আখেরাতকে গড়ার সম্মিলিত প্রয়াস চালাই।আখেরাতই সত্যিকারের সূখের আবাস স্থল সেখানে যেতে হলে স্বামী স্ত্রীর মধ্যে আস্থা বিশ্বাস ও নিগুড়প্রেম অত্যাবশক।

বিষয়: বিবিধ

২৬৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File