বঙ্গরাণী
লিখেছেন লিখেছেন রাইস উদ্দিন ২৭ মার্চ, ২০১৩, ১২:৫৫:৫৫ দুপুর
এক যে ছিল বঙ্গ রানী
স্বভাব ছিল বন্য
সবাই কে সে ভাবত বোকা
হোক না সে বরন্য।
ভাবছ কে সে বঙ্গ রাণী ?
সবাই তাকে চিনে
বলেন সদা দেশটা আমায়
বাপ দিয়েছেন কিনে।
উজির নাজির সান্ত্রী সিপাই
সবাই তাহার পূষ্য
কালকুঠুরী তৈরী আছে
না হলে তার শিশ্য।
নিজস্ব এক বাহিনী তার
দেশ জুড়া সূনাম
সোনার ছেলে হলেও তারা
করছে যে কূ-কাম।
খুন খারাবী ধর্ষনে আজ
দীশে হারা জাতী
নিঘোর্মা আজ ,মা-বোনেরা
পোহায়না যে রাতী ।
মহারানী মহা-খুশী
যেদিন দেখ খুন
তিন বাসন পান্তাখান
দিয়ে মরিচ নুন।
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন