যারা ইসলামের লেবাজপড়ে ইসলামের অপব্যাখ্যা এবং ইলামীব্যক্তিত্বের গীবতকরেবেড়ায় তাদের বিরোদ্ধে রুখেদাড়ান:
লিখেছেন লিখেছেন রাইস উদ্দিন ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:১০:৪১ দুপুর
ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী তাদের ঐক্যবদ্ধ হওয়ার এখনি উপযুক্ত সময়।কিন্তু এক শ্রেনীর স্বার্থন্নেসী তথাকথিত আলেম,যারা ইসলামের লেবাজপড়ে ইসলামের অপব্যাখ্যা এবং ইলামীব্যক্তিত্বের গীবতকরেবেড়ায় তাদের বিরোদ্ধে রুখে না দাড়ালে ইসলামী দল কেন সকল মুসলমানের মনে ইসলাম ও ইসলামী ব্যক্তিত্বদের নিয়ে দিধাসন্দেহের সৃষ্টিহবেএবং ইসলামী দল গুলোর ঐক্যের এ স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যাবে।গতকাল চ্যানেল আইতে তৃত্বীয় মাত্রায় টকশোতে তিন জন আলোচককে দেখলাম।একজন ইসলামী ফাউন্ডেশানের কর্মকর্তা অপরজন আওয়ামীলিগের একজন সুসাহিত্যিক সুন্দর মনভুলানো কথাকার।আরএকজন হলেন-আলেমে দ্বীন হযরতে আলম আল্লামা সাইখুল হাদীস সূবক্তা মেজবাহউল হাক্ব।তাদের কথোপকথন যখন শোনছিলাম শরীরটা রাগে গুস্যায় এমন হয়েছিল যা ভাষায় ব্যক্তকরার মত নয়। এখানে বিস্তারিত লেখারর সময় হাতে নেই তাই কয়েকটি বিষয় সংক্ষেপে উপস্থাপন করছি।তিনজনেরই উদ্দেশ্যছিল-জামায়াতশিবির সহ তাদের নেতাকর্মীদের চরীত্র হনন এবং এটিকরতে গিয়ে ইসলামের অপব্যখ্যা করতেও দ্বীধাকরলেন না।
আব্দুল মান্নান সাহেব বললেন"জয়বাংলা এমন একটি বাক্য যা পবিত্র কোরানের মত!কোর আন যেমন কোর্ডঅফলাইফ তেমনী জয়বাংলাও বাঙ্গালির কোর্ডঅফলাইফ।এই সুমিষ্টভাষী তার চাতুর্য্যপুন্যভাষায় বিষয়টি এমন ভাবে উপস্থাপন করলেন এতে সাধারন জনগন বিভ্রান্ত নাহয়ে পারেনা।একপর্যায় নিজেকে একজন আলেম বলে দাবি করলেন,তিনি বললেন মাদ্রাসায় নাপড়লে আলেম হওয়া যায়না এধারনা ভুল।আমিও কোরানহাদীস ইসলামী ইতিহাস নিয়ে স্টাডি করিএবংইসলামী বিভিন্নবিষয়নিয়ে ইসলামীটিভিতেআলোচনাকরি।।আশ্চার্য্য হলাম একটু আগে মহাতরাম আলেমদয় অধ্যাপক হওয়ার কারনে গোলামআযমকে ইসলাম সম্পর্কে বইলিখা এবং ইসলামী দলের নেতাহওয়া নিয়ে কটুক্তি করতে পারলেন কিন্তু আওয়ামীনেতা দাড়িগোফবিহিন আলেম বলেদাবি করলেও তারকোন প্রতিবাদ করলেন না।সাঈদী সাহবের চরিত্রহনন করলেন যাকাতের টাকা আত্মসাতের অভিযোগ এনে।আল্লামা মওদুদী সাহেবের বিভিন্ন লেখা নিয়ে ইসলামের দুষমনদের মতই বিষাদাগার ছড়ালেন।অথচ আল্লাহ বলেছেন'আলগিবাদুআসাদ্দুহ মিনাল জ্বিনাহ।গীবদ ব্যবিচারের চাইতে হঠিন গুনাহ।আমার সবচাইতেআশ্চার্য্য লেগেছে ওনারা নাস্তিক থাবা বাবার পক্ষে ছাপাই গাইলেন।হযরত শাইখ মেজবাহ সাহেব তো বলেই দিলেন এগুো জামায়াতশিবিরের অপপ্রচার।সম্মনিত ব্লগার বন্ধুদের দৃষ্টি আর্কশন করতেচাই কোন দলের ছা্পাই গাইতে অনুরোধ করবো না।সত্যের পক্ষে পাহাড়ের ন্যয় শক্তহয়ে দাড়িয়ে যান।মিথ্যার অবসান ঘটাতেই ইসলামী ঐক্য গড়েতুলতে হবে।
বিষয়: বিবিধ
১৬৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন