ণীতি নাই ভীতি তাই
লিখেছেন লিখেছেন রাইস উদ্দিন ০৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:১২:৪৯ দুপুর
নীতি নাই ভীতি তাই
সবযায়গাতে
সূখনাই সূর নাই
মনোবীনাতে।
আশারবানী সর্বদা শুনি
আশাহত হই বার বার
হৃদয়ে নাই ব্যাথার গ্লানী
ভয়নাই কিছু হরাবার।
সন্ত্রাসীরা আজ সম্ভ্রম লুটে
বিচারবিহিন পায় হয় খালাস
দূরাচার বসা কাচারীকোর্টে
নৈতিকতার দ্যাখো বিনাশ।
এক এক করে পুঞ্জিভূত
দাবানল যদি হয় একসাথ
বিস্ফোরিত হয়ে হবে পরাভুত
মিথ্যেএকদিন হবে উত্খাত।
বিষয়: বিবিধ
১০১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন