মহান একুশ
লিখেছেন লিখেছেন রাইস উদ্দিন ০২ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:২২:২৬ দুপুর
এক
একুশ মানে গৌরবময় মহান ইতিহাস
রক্তে ভেঁজা পিচ ঢালা পথ শহীদানের লাশ।
মাতৃভাষার দীপ্ত শিখা হৃদয়ে বাঁধে বাসা
সকল ভাষার চাইতে খাসা মার শেখানো ভাষা।
বাংলা ভাষায় বলতে কথা দিলেন যারা প্রাণ
বরকত সালাম রফিক জব্বার সফিউর রহমান।
তোমাদের এই আত্মত্যাগ বিশ্বে বেনজীর
বিশ্ব ভাষায় তোমরা হলে কালজয়ী বীর।
মায়ের ভাষায় গল্প কথা কাব্য-ছড়া গান
এসব যেনো রক্ত ঝরা বায়ন্নেরই দান।
দুই
একুশ আমার স্মৃতির মিনার গর্ব অহংকার
একুশা আমার বাউল মনের সূরেরও ঝংকার।
একুশ আমার মায়ের বুকে বাজায় বীণার সূর
একুশ যেন বাংলা ভাষার সোনালী এক ভোর
একুশ যেন বর্ণমালার কাব্য-ছড়া গান
একুশ যেন ফিরে পাওয়া বাংলা ভাষার মান
বিষয়: বিবিধ
১০৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন