আমার মত যারা উইন্ডোজ ব্যবহার করেন শুধু তাদের জন্য।আসুন উইন্ডোজের কব্জা করে রাখা ২০% ব্যন্ডউইথ ব্যবহার করি।
লিখেছেন লিখেছেন অমেদুল ইসলাম ১৮ জানুয়ারি, ২০১৩, ১০:৪০:০০ সকাল
যারা নেট মডেম দিয়ে ব্যবহার করেন তাদের জন্য প্রথম পদ্ধতি এবং যারা ব্রডব্যন্ড ব্যবহার করেন তাদের জন্য দুটিই প্রযোজ্য।
যারা জানেন তাদের জন্য নয়।
ডায়াল আপ মডেমের স্পীড বাড়ান দিগুন গতিতে
আমাদের বাংলাদেশের প্রায় ইন্টারনেট লাইন ধীর গতির,
এসব লাইনগুলো স্পীডে ব্যবহার করতে নানান ধরনের কলা-কৌশল করতে হয়।
আজকে আমি মডেম বা ডায়াল আপের স্পীড কিভাবে বাড়াতে হয় তা দেখাব…
১. Start>Control Panel>Phone & Modem এ যান
২. Country বক্সে Bangladesh লিখুন
Area Code বক্সে 02 লিখুন
৩. এবার Ok করুন
৪. এবার Modem ট্যাবে ক্লিক করুন
৫. সেখান থেকে আপনার মডেম নির্বাচন করুন
৬. এরপর Properties-এ ক্লিক করুন
৭. এবার Advance ট্যাবে ক্লিক করুন
৮. Extra initialization commands বক্সে লিখুন at&fx
৯. ছোট হাতের অক্ষরে লিখতে হবে।
১০. এবার Ok করে কম্পিউটার রিস্টাট করুন।
কম্পিউটার ওপেন করে ইন্টারনেট স্পীডের ফলাফল দেখুন
ভাল লাগলে কমেন্ট করবেন অবশ্যই…
ভাল থাকবেন…
Bandwidth বাড়িয়ে নিন
Windows ২০ ভাগ Bandwidth রিজার্ভ করে রাখে Windows Update দেও্য়ার জন্য । আমরা ইচ্ছা করলে সম্পূর্ণ Bandwidth ব্যবহার করতে পারবো।
Run এ গিয়ে লিখুন gpedit.msc তারপন যান নিচের মতো করে
--> Local Computer Policy
--> Computer Configuration
--> Administrative Templates
--> Network
--> QOS Packet Scheduler
--> Limit Reservable Bandwidth.
Limit Reservable Bandwidth এ ডাবল ক্লিক করুন। not configured এ মার্ক করা থাকলে তা উঠিয়ে enabled মার্ক করুন ।সেখানে মান ২০ দেওয়া থাকলে সেটা ০ করে বের হয়ে আসুন।
ব্যস আপনার কাজ শেষ। এ দুটো কাজ করলে আপনার নেটের স্পীড বাড়বে বলে আশা করি।
বিষয়: বিবিধ
১৩৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন