নতুন ব্লগার হলাম।সবার ওয়েলকাম চাচ্ছি।
লিখেছেন লিখেছেন অমেদুল ইসলাম ১৭ জানুয়ারি, ২০১৩, ১২:৩৩:৫৫ দুপুর
অনেকদিন পর নতুন একটা ব্লগ পেলাম। অামার দেশ পত্রিকা পড়ার সুবাদে এই ব্লগের সাথে পরিচয়। অাগে অামু অার সামু ছাড়া কিছু চিনতাম না। কিন্তু ওরা অামার অাইডি ক্যানসিল করে দিলে অার ব্লগ নিয়ে ঘাটাঘাটি করা হয়নি। এর মধ্যে অনেক নতুন ব্লগ দেখেছি কিন্তু নিয়মিত হয়ে ওঠা হয়নি।
একটা বিষয় খুব খারাপ লাগে। ব্লগ যারা লেখেন তারা মাত্রাতিরিক্ত politically polarized.এটা অামার চরম অপছন্দ। কারোর গায়ে কথা লেগে গেলেই গালি-গালাজ থেকে অারো অনেক কিছু। গা বাচিয়ে চলা স্বভাব অামার নেই। চেষ্টা করব এই ব্লগে নিয়মিত হবার। এখানে সবরকমের লেখা দেখতে পাচ্ছি। বেশ ভাল লাগল ।ধন্যবাদ ব্লগ কতৃপক্ষ এবং সমস্ত ব্লগারদের।
বিষয়: বিবিধ
১৩৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন