সাকা এবং সুরঞ্জিত
লিখেছেন লিখেছেন মাওহিবা তাকিয়া ২৬ জানুয়ারি, ২০১৩, ০৯:৫৭:৫৯ সকাল
একবার জাতীয় সংসদে সুরঞ্জিত সেনগুপ্ত (চোরঞ্জিত চেইনগুপ্ত) হাত তুলে স্পীকারের দৃষ্টি আকর্ষণ করলেন।
স্পীকার : জ্বী চোরঞ্জিত সাহেব যা বলতে চান বলুন।
চোরঞ্জিত : আমি বর্তমান সংঘাতময় বাংলাদেশের মানুষের মনে আশার আলো জ্বালাতে পারে এমন একটি শিক্ষণীয় ঘটনা বলতে চাই।
স্পীকার অনুমতি দিলেন।
চোরঞ্জিত : এক লোকের তিন ছেলে ছিল। লোকটা একবার তার তিন ছেলেকে ডেকে প্রত্যেকের হাতে একটা করে ১০০ টাকার নোট দিয়ে বললো, তোমরা এই ১০০ টাকা দিয়ে এমন কোন জিনিস কিনে আন যা আমার পুরো ঘরকে ভরে দেয়। কথামতো তিন ছেলে বাজারে গেল। ১ম ছেলে কিনে আনলো কয়েক বস্তা তুলা। এ তুলায় ঘরের অনেকাংশ ভরে গেলেও পুরো ঘর ভরলো না। ২য় ছেলে কিনে আনলো খড়ের গাদা। এ দিয়েও ঘর অনেকাংশ ভরে গেল কিন্তু পুরো ভরলো না। এবার ৩য় ছেলের দিকে বাবা আশা নিয়ে তাকালেন; বললেন তুমি কি এনেছ? ৩য় ছেলে পকেট থেকে বের করলো একটি মোমবাতি। এটা জ্বালিয়ে দিতেই পুরো ঘর আলোকিত হয়ে পড়লো। বাবা খুব খুশি হয়ে বললেন তুমিই আমার সোনার ছেলে।
এরপর চোরঞ্জিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখিয়ে বললেন “আজকের এই মহান সংসদে তেমনি এক আলো হলেন মহান জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা; তাকে দেখলেই আমরা আশার আলো দেখতে পাই“ [ ]
পুরো সংসদ তালিতে ফেটে পড়লো।
এমন সময় সাকা চৌধুরী হাত তুলে বললেন “অবজেকশন ইউর অনার।”
স্পীকারের যেহেতু মুড ভাল ছিল তাই সাকা চৌধুরীকে কথা বলার অনুমতি দিলেন।
সাকা বললেনঃ মোমের দাম তো ৫ টাকা; বাকি ৯৫ টাকা গেল কই??!!!
বিষয়: বিবিধ
১০৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন