হাসার খবর শুনুন...আমার দেশ প্রকাশে বাধা নেই: তথ্যমন্ত্রী

লিখেছেন লিখেছেন মাসুদ রানা ১৬ এপ্রিল, ২০১৩, ০৪:৩৬:২১ বিকাল

দৈনিক আমার দেশ সরকার বন্ধ করেনি, পত্রিকাটির প্রকাশনায় সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ের পিআইডি মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, “আইন মেনে ফরম বি স্বাক্ষর করে প্রকাশনা চালাতে পারে আমার দেশ।”

পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের গ্রেফতার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, “তাকে ফৌজদারি আইনের অপরাধী হিসেবে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতার কোনো সম্পর্ক নেই।”

তথ্যমন্ত্রী জানান, আল ফালাহ প্রেস লিখিতভাবে জানিয়েছে তারা আর আমার দেশ ছাপাবে না।

তিনি জানান, আমার দেশ বিকল্প প্রকাশনার বিষয়টি জেলা প্রশাসককে লিখিতভাবে জানায়নি।

বিষয়: বিবিধ

১২২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File