খালেদাকে গুলশান থেকে বের করার হুমকি ছাত্রলীগের

লিখেছেন লিখেছেন মাসুদ রানা ০৯ এপ্রিল, ২০১৩, ১১:০৩:১০ রাত

বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে গুলশান কার্যালয় থেকে টেনে-হিঁচড়ে রাস্তায় বের করে আনার হুমকি দিয়েছে ছাত্রলীগ।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আয়োজিত হরতালবিরোধী সমাবেশ থেকে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ওমর শরীফ এ হুমকি দেন।

এর আগে সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদি হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরীফের নেতৃত্বে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।

সমাবেশে ছাত্রলীগ নেতারা অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া হেফাজতে ইসলামকে দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করাতে চাইছেন।

ছাত্রলীগ নেতারা বলেন, খালেদা জিয়া যদি হেফাজতে ইসলামকে দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্র পরিত্যাগ না করেন, তাহলে তাকে গুলশান কার্যালয় থেকে টেনে-হিঁচড়ে রাস্তায় বের করে নিয়ে আসা হবে।

ছাত্রদলের ক্যাম্পাসের প্রবেশের ক্ষমতা নেই বলে তারা দূর থেকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় বলেও মন্তব্য করেন তারা।

সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগসহ কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতারা বক্তব্য রাখেন।

Click this link

বিষয়: বিবিধ

১২২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File