একটি মানবিক আবেদন...
লিখেছেন লিখেছেন মিকি মাউস ০৬ মার্চ, ২০১৪, ১১:৩২:১০ সকাল
সাংবাদিক হাসান শান্তনু গুরুতর অসুস্থ
তরুণ সাংবাদিক, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান শান্তনু গুরুতর অসুস্থ। গত ১৯ জানুয়ারি তার হেমোরেটাল অপারেশন হয়েছে।
দৈনিক আমার দেশ পত্রিকার এই সাংবাদিক এখন রাজধানীর আল রাজী মেডিকেল হাসপাতালের জেনারেল অ্যান্ড লেপারস্কিপিক সার্জন ডা. এ কে এম আবুল হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
দীর্ঘদিন ধরে লিভার, কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন শান্তনু। এছাড়া তিনি ডান পায়ে একটি জটিল সমস্যায় আক্রান্ত।
চিকিৎসকদের অভিমত, হাসান শান্তনুর পরিপূর্ণ চিকিৎসায় কমপক্ষে ৩০ লাখ টাকা প্রয়োজন। দীর্ঘদিন ধরে চিকিৎসার খরচ জুগিয়ে শান্তনুর পরিবারও এখন অসহায়। এ অবস্থায় তার পরিবার সবার সহায়তা কামনা করেছেন।
হাসান শান্তনু, হিসাব নম্বর-১১৩২১০৭০০১০৯১৪। প্রাইম ব্যাংক, কাওরান বাজার শাখা, ঢাকা।
http://www.rtnn.net//newsdetail/detail/1/3/79043#.UxgICs7tvVI
বিষয়: বিবিধ
১১৯৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ডিজিএফআই নাকি টাকা দিছে
মন্তব্য করতে লগইন করুন