এ জার্নি ফর ফ্রেস মাইন্ড-শেষ পর্ব
লিখেছেন লিখেছেন মিকি মাউস ০৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:১৭:৩৯ সকাল
কক্সবাজারে সমুদ্রের পানিতে নামতে পেরে কি পরিমান ভালো যে লাগছিল তা বলে বুঝাতে পারবো না। মনে এক ধরনের চাঁপা কষ্ট অনুভূত হচ্ছিল আগে থেকেই।
সেই কষ্ট গুলো ঢেউয়ের সাথে সাথে আমার মন থেকে মুছে যাচ্ছিল মনে হয়।
তীরে বসে বালিতে তার এবং আমার নাম লিখলাম। এরপর অনেক্ষণ সেই নাম দুটোর দিকে তাকিয়ে ছিলাম।
আমার বুকের ভিতর থেকে হু-হু করে কান্না বের হয়ে আসছিল। তখন আমার মনে হচ্ছিল আমি কি কোন জীব নাকি জড় পদার্থ? আমার ভারসাম্য ছিল না সেই সময়।
কেন এমন হলো, এমন তো হবার কথা ছিল না, কার অভিশাপে এই পরিনতি আমাদের? ইত্যাদি নানান প্রশ্ন মনে জড় হচ্ছিল?
সমুদ্র সৈকতে আমার এভাবে আসার কথা ছিল না। কথা ছিল দুজন একসাথে সাগর দেখতে যাব। হাত ধরে ঘুরে বেড়াবো বালুকাময় সৈকত। রাঁতের আঁধারে সমুদ্রে গর্জন শুনবো, ভাসবো সুখের সাগরে। সাগরের তীরে বসে নতুন জীবনের স্বপ্ন দেখবো। এছাড়াও আরও কত কি?
কিন্তু নিয়তি তা হতে দিল না। যার ফলে এভাবে আমাকে যেতে হলো সাগর তীরে।
বালিতে তার এবং আমার লেখা নামের থেকে কিছুটা বালি হাতে নিয়ে সাগরের অনেক খানি দুর গেলাম। সেখানে দাড়িয়ে সাগরকে উদ্দেশ্য করে বললাম, হে বিশাল হৃদয়ের সাগর তোমার কাছে আমি আমার ‘মম’ দিয়ে গেলাম।
তাকে তুমি কখনও কষ্ট দিও না। অনেক অনেক সুখী করো। আমার কাছে সে হয়তো এতটা সুখ পাবে না তোমার কাছে যতটা পাবে তুমি তাকে সুখী করো।
সেই সাথে আল্লাহ কাছে বল্লাম, হে আল্লাহ মানব জীবন সুন্দর ভাবে পরিচালনার যা কিছু ভালো তুমি তাই করে থাকো। আমি ও চাই আমার জীবনটাও তুমি সেভাবে পরিচালিত করো।
এরই মাঝে হাতে থাকা বালি গুলো ধুয়ে গেলো আমার হাত থেকে।
এই কামনা করেই সাগর থেকে বিদায় নিয়ে আসলাম। সেই সাথে সমুদ্রের বিশালতায় বিদায় দিয়ে আসলাম ‘মম’ কে।
বিষয়: বিবিধ
১৪৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন