নারী ও নৌকা

লিখেছেন লিখেছেন মিকি মাউস ০১ সেপ্টেম্বর, ২০১৩, ১২:৩৪:৪৭ দুপুর



এ জার্নি ফর ফ্রেস মাইন্ডের নেপথ্যের কাহিনী-

গতকাল সোমবার রাত ২টা। ঘুম আসছে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি। মনে হাজারও দুশ্চিন্তা। সফল হবো তো আমি এই যুদ্ধে। না সফল যে আমাকে হতেই হবে। বিফল হলে যে আমি হেরে যাব।

রূমমিট বড় ভাই পাশে টেবিলে বসে ল্যাপটপে কাজ করছেন। তিনি এখান থেকেই জার্মানীর কোন এক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।

আমার ঘুম আসছে না ব্যাপারটি তার চোখ এড়ায়নি প্রথম থেকেই। একসময় তিনি চেয়ার টান দিয়ে আমার পাশে এসে বসে বললেন, আজ অনেকদিন তোমাকে কিছু কথা বলবো বলে ভাবছি কিন্তু সুযোগ পাচ্ছিলাম না।

এখন তোমাকে আমার কথা শুনতেই হবে। বললাম বলেন ভাই। আপনার সব কথাই আমি শুনবো।

এবার তিনি ঠিক বড় ভাইয়ের মত করেই বলতে শুরু করলেন, তুমি যে সমস্যায় ভুগছো তা তোমার এককেন্দ্রিক। সে তোমাকে যদি ভালোবাসতো তাহলে এভাবে তোমাকে কষ্ট দিত না। শুন ভার্সিটিতে পড়ার সময় এমন অনেক ঘটনা আমি দেখেছি। যার সঠিক কোন সমাধান নেই।

এটি শুধু তোমাকে জালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে, এই ছাড়া তোমার পাওয়ার কিছুই নেই। আরে সেই মেয়ে যদি তোমাকে ভালোবাসতো তাহলে তোমার কষ্ট লাঘবে ছুটে আসতো।

আসলে মেয়েরা হলো নৌকার মত। যখন যে তার মাঝি হয়, তার ইচ্ছাতেই চলে। এখন সেই নৌকার মাঝি অন্য কেউ, তুমি নও।

নিজেকে শক্ত কর, এসব কিছুই হতেই পারে এনিয়ে মন খারাপ করার কিছু নেই। সে সুখে থাকলে তুমি কেন থাকবা না।

নিজেকে গড়ে তোল। এখনই সময় তোমার। তৈরি হও এখন থেকেই। মন থেকে এসব মুছে ফেলো।

তার কথায় অনেকটা অনুপ্রাণিত হলাম। মনে হল বুকে সাহস ফিরে আসছে। এখন থেকেই তৈরি হবো আমি। নতুন জীবন শুরু করবো এখন থেকেই।

আল্লাহর সাহায্য কামনা করছি। সফল আমি হবই। ইনশাআল্লাহ

(১২,০৮,১৩)

বিষয়: বিবিধ

১৯৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File