ফিরে এসো
লিখেছেন লিখেছেন মিকি মাউস ৩১ জুলাই, ২০১৩, ০৩:২২:৪২ দুপুর
আজ 'মম' অনেক কষ্ট করে কিছুটা সময় দিয়েছে আমাকে। এতেই খুশি আমি। সত্যি আমি অনেক খুশি। সে যতটা সময় আমার পাশে বসে ছিল মনে হচ্ছিল যেন আমার ধড়ে প্রাণ ফিরে এসেছে।
অনেক কথা বললাম তার সাথে। ভবিষ্যত পরিকল্পনার কথাও বললাম। শুনে হা কিংবা না কিছুই বলল না। তাতে কি? 'মম' আমার কথা খুবই মনোযোগ দিয়ে শুনেছে। এতেই বা পাওনা কম কিসে?
তবে একেবারেই আশাহত করেনি। বলেছে ভেবে দেখবে।
ইয়া আল্লাহ তুমি তার অন্তরে আমার জন্য একটু মায়া সৃষ্টি করে দাও। সে যেন আবার ফিরে আসে আমার কাছে। কেননা এটাই যে আমার জন্য সেরা পুরস্কার।
বিষয়: বিবিধ
১৭১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন