বিদায় বন্ধু বিদায়

লিখেছেন লিখেছেন মিকি মাউস ১৫ জুলাই, ২০১৩, ১১:৩১:৫৭ রাত



'ওগো নারী শ্রেষ্ঠ তুমি অবনীর গোলাপে গঠিত যেন ভিতর বাহির,

মাঝে মাঝে সবিস্ময়ে তাই মনে হয় তুমিতো গোলাপ ছাড়া অন্য কিছুই নয়'।

হেলেনের কারণে ট্রয় নগরী ধ্বংস হয়েছিল। সারা দুনিয়া ধ্বংস হবার উপক্রম হয়েছিল, সেও ১৬ বছর বয়সী এক নারী স্টেফাইন ইষাকের জন্য।

ঠিক তেমনি ‘মম’ সেও একজন নারী। নগর কিংবা দুনিয়া নয়, ধ্বংস করে ফেলছিলাম নিজেকে।

সে কি পাগল করা তার ভালোবাসা। সব ভুলেই গিয়েছিলাম তার ভালোবাসায়। কে আমি, কি আমার পরিচয়। কি আমার ভবিষ্যত পরিকল্পনা। ধ্যানে, জ্ঞানে, সারা অন্তর জুড়ে মম আর মম। যেন এই ছাড়া আমার আর কোন কাজ নেই।

কি কারণে ভুল বুঝে আমাকে ছেড়ে চলে গেল সে। বলে গেল না। এরপর ফিরে এসেও বলল না কেন গেল। আবার এখনও বলছে না কেন যাচ্ছে।

সে ফিরে আসলো, আমাকে শান্তনা দিলো, আবার চলেও গেল। হায় রে নারী। তুমি আসলেই বহুরূপী। কোথায় যেন শুনেছি নারীর এ গুনের কথা। স্বয়ং বিধাতাও নাকি তাদের মন বুঝতে পারে না।

তার বিহনে যখন আমি একেবারে ভেঙ্গে পড়েছি ঠিক তখনি সে আমার কাছে ফিরে আসলো। আমাকে দিল সে কি শান্তনা। ভুলে গেলাম সকল দু:খ ব্যাথা বেদনা। যেন নতুন করে বাঁচা, ধড়ে প্রাণ ফিরে আসা।

ভালোই চলছিল কদিন। এর মাঝে আবার কি হলো কে জানে। আবারও সে মুক্তি চায়। আমি কি তাকে আটকে রেখেছি যে তাকে মুক্তি দিতে হবে। বন্দীই বা করলো কে তাকে?

অনেক চিন্তা করে আজ তাকেই বললাম, আমার কাছ থেকে তুমি কোন জিনিসটি পেলে খুব খুশি হবে। একটুও দেরি না করে একথায় উত্তর ‘মুক্তি’। করলাম না, দেরি বলেই ফেললাম, যাও তুমি মুক্ত।

কিন্তু আফসোস দেখতে পেলাম না সে আসলে কতটা খুশি হয়েছে মুক্তিতে। হয়তোবা অনেক অনেক খুশি হয়েছে। ভালোবাসার বানীর মাঝে কোথায় যেন দেখেছি ‘ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ’। সেই সুখটি না হয় আমিই নিলাম।

এক বড় ভাই বলে দুই কারণে মেয়েরা কেটে পড়ে। ‘আগের চেয়ে ভালো অফার পেলে নতুবা বর্তমানের খারাপ আচরণে’।

তবে আমার কেন জানি মনে হয় ভুলের মাঝে বসবাস করছে সে। তারপর সে সুখে থাকুক। কিসে তার সুখ তাই যদি বুঝতে না পারলাম তাহলে কি আমি তাকে সত্যিকারে ভাল বেসেছি। আর সেটা প্রমানের জন্যই মুক্তি দেওয়া।

সেই সাথে দেখতে চাই আমাকে ছেড়ে সে ভালো থাকতে পারলে আমি কেন পারবো না। আজ থেকে আবার ও একলা চলো নীতি শুরু করলাম।

জেনে রেখো আমি অনেক ভালো থাকবো অনেক অনেক ভালো। যা তুমি ভাবতেও পারবে না।

বিষয়: বিবিধ

৩৪৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File