রচনা (ভারত)

লিখেছেন লিখেছেন মিকি মাউস ১৯ জানুয়ারি, ২০১৩, ০৩:০৪:২৮ দুপুর



ভারত একটি উপকারী দেশ। ভারতের একটি রাষ্ট্রপতি, একটি প্রধানমন্ত্রী, একশ কোটি মানুষ, কিছু ক্রিকেটার এবং অনেকগুলো নায়ক-নায়িকা আছে।

ভারত ক্রিকেট খেলে এবং সিনেমা দেখে জীবন ধারণ করে। ভারত আমাদের অনেক কাজে লাগে। ভারত আমাদের কোরবানীর জন্য গরু,

বিপিএলের জন্য সুন্দরী মেয়ে, শর্দি- কাশির জন্য ফেন্সিডিল (মানবিক কারণে ফেন্সিডিল আসতে বাধা দেয়না বিএসএফ) এবং ভারতীয় বিএসএফ আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণেও সাহায্য করে।

ভারত আমাদের দেশে অনেক এজেন্ট রেখেছে, যারা যাতায়াতের সুবিধার জন্য আমাতে তিতাসের মত নদীর উপর বাঁধ দেয় যেকোন সময়।

তবে ভারতের বড়বড় মিছাঈল থাকা সত্তেও কখনো কখনো ছোট বাচ্চাকাচ্চার কাছে বাঁশ খায় (বর্তমানে খাচ্ছে)

মোট কথা ভারত একটি উপকারী প্রানী (সরি) দেশ।

বিষয়: বিবিধ

১৩৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File