ছবি ব্লগ সুইডেনে শীতকাল
লিখেছেন লিখেছেন মুহাম্মদ আব্দুল হালিম ৩০ ডিসেম্বর, ২০১৪, ০৯:০৫:৫০ রাত
সন্ধ্যায় বাড়ি ফিরছিলাম, উপশালা রাজার বাগানের একটি রাস্তা। উপশালা, সুইডেন।
উপশালার একমাত্র নদী, শীতকালে পানি জমে বরফ হয়ে গিয়েছে। উপশালা, সুইডেন।
গাছের উপর তুষার জমে গাছের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে। উপশালা সেন্ট্রাল স্টেশন থেকে তুলা।
সুইডেনের কাঁশফুল। উপশালা সেন্ট্রাল স্টেশন থেকে তোলা।
সুইডেনের কাঁশফুল। উপশালা সেন্ট্রাল স্টেশন থেকে তোলা।
শীতকালে গাছে তুষার জমে গাছকে তুষার গাছে পরিনত করেছে।
শীতকালে গাছে তুষার জমে গাছকে তুষার গাছে পরিনত করেছে।
কাজ শেষে বাসায় ফিরছিলাম, বাসা যাওয়ার রাস্তা।ঊপশালা, সুইডেন।
বিশ্ববিদ্যালয় যাচ্ছিলাম, শীতের সকাল। উপশালা, সুইডেন।
শীতকালের আকাশে নতুন চাঁদ।
শীতকালের আকাশে নতুন চাঁদ।
সময় নিয়ে দেখার জন্য, ধন্যবাদ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আল্লাহ এত সুন্দর একটি পৃথিবী আমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদের কে তার নিয়ামতের শুকরিয়া আদায়ের তৌফিক দান করুন।
বিষয়: বিবিধ
২১৩৬ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
উপশালার অর্থটা কি ? নাকি নামই উপশালা ?
মন্তব্য করতে লগইন করুন