নোংরামীর রাত 31st Night
লিখেছেন লিখেছেন কাঁচা পত্তের রস ৩০ ডিসেম্বর, ২০১৪, ০৯:২৪:২২ রাত
৩১ ডিসেম্বর রাতে পালিত হবে নোংরা 31st Night । নোংরা এজন্যই বললাম যে কয়েক বছর আগে 31st Night পালন করতে গিয়ে একজন মেয়ে বিবস্ত্র হবার অভিজ্ঞতা অজর্ন করেছিল। তাই যে রাত উদযাপন করতে গিয়ে একজন মেয়ে বিবস্ত্র হয় সেই রাত উদযাপনকে নোংরা ছাড়া অন্য কোন বলতে পারলামনা। 31st Night -কে নৈতিকতা ও চরিত্র ধ্বংশকারী রাত বললেও ভুল হবেনা। আমরা মুসলমানরা এ রাত্র উদযাপন করতে পারিনা। এটা আমাদের জন্য হারাম। কারন ইহুদি, খৃস্টান ও মুশরিকদের উৎসব মুসলমানদের উদযাপন করা হারাম।
নববর্ষ উদযাপন করে আমরা তাদের অনুসরণ করতে পারি না। তারা অভিশপ্ত ও গোমরাহ। এসব তাদের বানানো উৎসব, কুসংস্কার ও পাপ কম।
ইহুদিদের সম্পর্কে আল্লাহ বলেন:
“ইহুদিদের মধ্যে কিছু লোক আছে যারা কালামসমূহকে তার স্থান থেকে পরিবর্তন করে ফেলে এবং বলে, ‘আমরা শুনলাম ও অমান্য করলাম’. আর তুমি শোন না শোনার মত, তারা নিজেদের জিহ্বা বাঁকা করে এবং দীনের প্রতি খোঁচা মেরে বলে, ‘রাইনা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী:
“যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাথে সামঞ্জস্য রাখল সে তাদের অন্তর্ভুক্ত”।
((আবু দাউদ: ৩৫১৪ ))
পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা বলেন :
“হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর, যথাযথ ভয়। আর তোমরা মুসলিম হওয়া ছাড়া মারা যেও না”।
তাই এই রাত্রে আমরা কোন ভাল কাজ করতে যদি নাও পারি কমপক্ষে 31st Night পালন থেকে দূরে থাকি। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন।
বিষয়: বিবিধ
১৮৬৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই রাত পালন এর অপসংস্কৃতিকে কঠোর ভাবে প্রতিরোধ করতে হবে।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
হালাল.....।
ভাল করে ইসলাম চর্চা করুন। নিজে ইসলাম বুঝুন তারপর মন্তব্য করুন। তারপর ইসলাম ধর্ম গ্রহন করুন। তাহলে জীবনে সুখী হতে পারবেন।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : বেশি ইসলাম বুঝেই তো তালেবান? দরকার নেই।A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7228
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
আরো কিছু-
http://www.bdmonitor.net/blog/blogdetail/detail/4901/Banglardamalsontan/59874#298624
মন্তব্য করতে লগইন করুন