আমার একটি কবিতা
লিখেছেন লিখেছেন আতিকুর রহমান ফরায়েজী ১৩ জানুয়ারি, ২০১৩, ০৩:১৫:০০ দুপুর
বসন্ত
- আতিকুর রহমান
চিরদিনকার আশা করে এসে পার –
জীবনের সিংহদ্বার –
আজি সাঁজিতেছে বসন্ত আলড়নে।
জীবনের কোন এক
দুঃস্বপনে
দেখেছিল এমন সে মাধবী,
আজো হৃদয়পটে আঁকা সেই ছবি।
মুছিতে পারিনে তারে,
অবশেষে মরি ঘুরে –
এ বসন্ত আগমনে।
জানি;
এ বসন্ত চিরদিন রবে এমনি।
বারে বারে ঘুরে ফিরে
আসিব তোমার দ্বারে
হাসিতে খেলিতে, রং ছড়াতে ছড়াতে
এ আমার স্বপনে।
জানি এ খেলা পরে
শূণ্য মাঠ রবে পরে।
তুমি-আমি যাব চলে,
রবে তবু বসন্ত
সে গোধুলী লগনে।
বিষয়: সাহিত্য
৮৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন