শিঞ্জিনী-৫

লিখেছেন লিখেছেন আতিকুর রহমান ফরায়েজী ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:২২:৪৩ সকাল

শিঞ্জিনী,

তুমিহীন আমি সম শূণ্যপুষ্প মালি।

আজি হৃদয় মম শুষ্ক মাল্যসম।

মম বিফল স্বপন, মম নিরাশ ভূবন,

মম অন্তরখানি শ্রান্ত, নিরাশ, বেকুলী।

তব বিহনে কুসুম কানন ধারে

আঁধার মাঝারে হেরিছি ডুবি,

আজি নিস্তেজ, নীরব সকলি।

আঁধার সম্মুখ, ব্যথ্যাতুর বুক

নিরাশার রাশি অন্তরে উঠিছে ত্রাসি,

পরান তব বিরহে পুড়িছে আকুলী ॥

বিষয়: সাহিত্য

১১১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File