রাঙ্গামাটি ঘুরে এলাম, মন রাঙ্গিয়ে এলাম
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৪৩:২৪ সকাল
মাস্টার্স পরীক্ষা শেষ। বাচ্চারা পরীক্ষা দিতে দিতে এবং আমি নিতে নিতে ক্লান্ত। একটু দম নেয়ার জন্য ঘুরে এলাম রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি। পাঁচদিনের শিক্ষা সফর! শুরুটা এবং শেষটা বাংলাদেশ রেলওয়ের জার্নি বাদ দিলে বাকি সময়গুলো ছিল স্বপ্নের মত। এ স্বপ্ন আমাদের ঘুমাতে দেয় নি। সবাইকে বলেছিলাম ঘুম এবং খাওয়া নিয়ে কোন আপত্তি করা চলবে না। আমার বন্ধু-সহকর্মী মোখলেসুর রহমান আমার চেয়ে আরেক কাঠী এগিয়ে, জার্নির শুরুতেই সে তাঁর বয়ানে বলেছিল, আরামের ঘুম এবং ভাল খাওয়া হবে সিলেটে ফিরে! ছেলেমেয়েরাও মেনে নিয়েছে সবকিছু। খাগড়াছড়ির অন্ধকার গুহা, শুকিয়ে যাওয়া ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ আমাদের আনন্দ দিয়েছে তারও চেয়ে ভাল লেগেছে জার্নি বাই বোট, রাঙ্গামাটি হতে শুভলং ঝর্ণা। খুব অবাক লেগেছে, এত জার্নি করেও কেউ অসুস্থ হয়নি। তানভীর এবং মিশুক সব আয়োজনে ব্যস্ত ছিল। মামুন আমাদের মাতিয়ে রাখল সারাক্ষণ, হারুন অলয়েজ অন্যরকম ভাবসাব! সুস্মিতা হাসি দিয়ে এবং পপি ছবি তুলে, শাকিলা কেনাকাটা করে। এক এক করে আরও অনেকের নাম বলা যেত- কিন্তু আলসেমীতে পেয়ে গেছে বলে লেখাটা আর বড় করতে ইচ্ছে হল না। এই বদভ্যাসটা তৈরি হয়েছে আমার কবিতা লিখতে লিখতে। একটা থিম সং ঠিক করেছিলাম, সেটা শুধু আমাদের এজন্য এখানে শেয়ার করা হল না। আপনারাও পারলে ঘুরে আসুন, এই বসন্তে মন রাঙ্গিয়ে আসুন!
বিষয়: বিবিধ
১০৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন