পয়স্তী চতুর্থ সংখ্যার জন্য লেখা আহবান

লিখেছেন লিখেছেন আতিকুর রহমান ফরায়েজী ১৭ জুন, ২০১৪, ০৮:৫৫:২৩ সকাল



পয়স্তী বাংলাদেশের ছোট কাগজগুলোর মধ্যে অন্যতম পরিচিত একটি। আমরা ইতোমধ্যে কাগজটির তিনটি সংখ্যা প্রকাশ করতে সক্ষম হয়েছি। চুয়াডাঙ্গা’র আলমডাঙ্গা উপজেলা থেকে প্রকাশিত সাহিত্যের এ কাগজটি প্রেসকপির পাশাপাশি ওয়েব পোর্পালেও আমরা প্রকাশ করে থাকি। যা চুয়াডাঙ্গা জেলার প্রথম অনলাইন সাহিত্য পোর্টাল হিসেবে পরিচিত। অনতি বিলম্বে পয়স্তীর চতুর্থ সংখ্যা প্রকাশিত হতে যাচ্ছে। চতুর্থ সংখ্যার জন্য নিম্নলিখিত বিষয়ে লেখা আহবান করছি।

* কবিতা

* গল্প

* প্রবন্ধ

* ভ্রমণকাহিনী

* মহান ব্যাক্তির জীবনী

* লোক সাহিত্য

* গবেষণা সাহিত্য

উল্লেখিত বিষয়ের বাইরেও যদি উন্নতমানের লেখা পাওয়া যায় তবে সম্পাদনা পরিষদের আলোচনা সাপেক্ষে সে লেখা প্রকাশিত হতে পারে।

আপনার শ্রেষ্ঠ লেখাটি আজই এ ই-মেইল করুন।

(আপনার লেখার নিচে আপনার পরিচয় স্পষ্টভাবে উল্লেখ করবেন। )

আতিকুর রহমান ফরায়েজী

সম্পাদক

পয়স্তী

মোবাইল নং- 01744-682651

ওয়েব: http://www.poystybd.tk

আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা

বিষয়: বিবিধ

৯৯৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235755
১৭ জুন ২০১৪ দুপুর ০১:৫১
egypt12 লিখেছেন : আচ্ছা ভাই পাঠাবো Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File