আমার কাছে লেখা একজন প্রিয় মানুষের চিঠি- আজো হৃদয়ে আগলিয়ে রাখি
লিখেছেন লিখেছেন আতিকুর রহমান ফরায়েজী ০১ জুন, ২০১৪, ১১:২১:৩৮ সকাল
এই চিঠিটার অবদান আমার জীবনে অসামান্য। কোন একজন ব্যাক্তি যে আমাকে তার এই চিঠিটি লিখে অনুরিক্ত করেছিল সাহিত্যের পথটা আর একটু প্রসারিত করার জন্য। তারপর অনেকগুলো দিন সাহিত্যের পথে অতিবাহিত করেছি। তার দিকে আর পিছন ফিরে তাকাবার কোন সুযোগ হয়নি। আমার জীবনের এই শ্রেষ্ঠ চিঠিটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশাকরি আপনারাও চিঠিটি পড়ে আবেগাপ্লুত হবেন।
“আমি সত্যি বুঝতে পারছিনা ঠিক কিভাবে শুরু করব। জীবনের তরীতে চলার পথে অনেক ঝড়, বাঁধা, বিঘ্ন পেরিয়েছি। পেয়েছি অনেককে, আবার হারিয়েছিও। কিন্তু কখনও কোন মুহুর্তে এতবড় অন্যায় করেছি বলে মনে পড়ে না। কালকের ঘটনার জন্য কোন অজুহাত আমি দেবনা। তবে, সত্যি, আমি আগে কখনও নিজের উপর থেকে এভাবে এতটা Control হারাইনি। আপনাকে সবসময় একজন শুভাকাঙ্খী বন্ধু হিসেবেই দেখে এসেছি। তাইতো আপনার উপর কারণে অকারণে জোর করতে পারি যে কোন বিষয়ে। একজন অনন্য মানুষ হিসেবে আপনাকে মন থেকে শ্রদ্ধা করেছি। কিন্তু কখনও মুখে বা আচরণে তা প্রকাশ করিনি। বিলিভ মি, প্রতিটা কথা আমি মন থেকে বলছি। এজন্যই বোধ হয় কলকে, আপনার সাথে এমন Bad behave করার পর এক মুহুর্তের জন্যও বিবেকের কটাক্ষের সামনে মাথা তুলে দাঁড়াতে পারিনি। পারিনি আপনার দিকে তাকাতে। বাড়ি যাওয়ার সারাটা পথে নিজের অজান্তেই চোখ থেকে জল ঝরেছে। কালকে সারা রাত আমি এই কথাটাই ভেবেছি। আর প্রচুর অপরাধবোধে ভূগেছি। মনে হচ্ছে, আপনার সামনে দাঁড়ানোর অধিকারও আমি হারিয়ে ফেললাম। যে পরিমাণ মানসিক চাপের মধ্যে আমি আছি, তা আপনাকে বোঝাতে পারবো না। আমি আর পারছিনা। প্লিজ আপনি আমাকে শাস্তি দিন। যে কোন শাস্তি মাথা পেতে নিতে আমি প্রস্তুত। আর শান্তি দেওয়ার পর প্লিজ মন থেকে ক্ষমা করে দেবেন। যদি তা না করে (সামাজিকতা রক্ষার জন্য) মুখে আমার সাথে কথা বলেন, তাহলে অনেক কষ্ট পাব। আপনার সাথে সরাসরি কথা বলার মত অবস্থায় আমি নেই। তাই Letter দিলাম। প্লিজ কিছু মনে করবেন না।
- (মহা অপরাধী)”
বিষয়: বিবিধ
১১১৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
# কি সেই ঘটনা যেটাকে অনেক বড় অন্যায় মনে করা হয়েছে , জানালে ভাল হত । নাকি সিক্রেট ?
০ ''তবে, সত্যি, আমি আগে কখনও নিজের উপর থেকে এভাবে এতটা Control হারাইনি।
০ আপনাকে সবসময় একজন শুভাকাঙ্খী বন্ধু হিসেবেই দেখে এসেছি।
০ ''এজন্যই বোধ হয় কলকে, আপনার সাথে এমন Bad behave করার পর এক মুহুর্তের জন্যও বিবেকের কটাক্ষের সামনে মাথা তুলে দাঁড়াতে পারিনি। ''
**
ঘটনার পরম্পরায় মনে হচ্ছে যে , আপনি উনাকে প্রপোজ করেছিলেন ।
০ ছ্যাকা খেয়ে পুরুষ মানুষ অনেক কিছু শিখে যেমন, ঠেকায় না পড়লে কোন কিছু শেখা যায় না ।
মন্তব্য করতে লগইন করুন