বৃষ্টিময় প্রশস্ত রাতে
লিখেছেন লিখেছেন আতিকুর রহমান ফরায়েজী ০২ মে, ২০১৩, ০৮:৫৬:১০ সকাল
বৃষ্টিময় প্রশস্ত রাতে
নিস্তব্ধ নিবির বেদনার সাথে
জেগে আছি দু’টি মোরা পাখি।
বুঝি জন্মসাথী-
ছিলাম কোন কালে!
তাই বেদনা পলে পলে
আঘাতে আঘাত-
করিছে প্রাণে। নির্ঘাত
সে যে সইবার মত ব্যাথা নয়।
সুখের এ কি যে হল ক্ষয়!
তারাহীন দুটি আঁখিময়।
দেখিছে বেদনার রাত-
ছুটিছে সম্মুখে শত শত দলে।
বুঝি জন্মসাথী-
ছিলাম কোন কালে।
নয়ন সম্মুখে দেখি যা সইতে না পারি তার ঘা।
বাইরে শান্ত বুঝি সব,
তবে হৃদয়ে কেন এত কলরব?
বার বার জেগে উঠে বুকভরা ব্যাথ্যা,
নিস্তব্ধ নিরব প্রাণে ভাষাহীন কথা।
সে কি সইবার যায়,
না, সে কি কইবার যায়!
তবুও তার দুর্নিবার গান,
হৃদয়েতে জাগায় তুফাত।
ধরতে গিয়ে ধরা পরে যাই,
বলতে গিয়ে শুনে আসা তাই।
মিছামিছি খেলা চলে
সে তো বলবার কথা নয় কোন কালে।
তবুও মনে গান এসে বলে;
ভেসে আঁখিজলে,
বুঝি জন্মসাথী-
ছিলাম কোন কালে!
তুমি চলে যাবে!
যাও যাও সেতো সইতে পারি।
যদি ফিরে ফিরে চাও, যে যে বলতে না পারি;
যে যে দেখতে না পারি!
তাই ভাসি আঁখিজলে।
তবুও; বলি চলে যাও,
চলে যাও আমায় ছেড়ে
এই বৃষ্টিময় প্রশস্ত রাত কেঁটে গেল।
অতীত হবে এ রাত,
তবও মনে রবে পলে পলে,
বুঝি জন্মসাথী-
ছিলাম কোন কালে!
০৬ বৈশাখ ১৪২০
সন্ধারাত্রি
বিষয়: সাহিত্য
১২১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন