দেশের সকল কারাগার এখন জামাত ও শিবিরের দখলে।

লিখেছেন লিখেছেন এখলাস মাহেমাদ িসকদার ০১ এপ্রিল, ২০১৩, ০৫:৩৩:২৪ বিকাল



বর্তমান সরকার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ও ইসলাম প্রিয় জনগণের কণ্ঠ স্তব্ধ করতে আজ গণগ্রেফতার চালাচ্ছে।দেশের সকল কারাগারে ধারণ ক্ষমতার দ্বিগুন ও কোন কোন কারাগারে তিন গুনের বেশী কয়েদি রয়েছে। তাদের অধিকাংশ রাজনৈতিক মিথ্যা মামলার আসামী বা জামাত-শিবিরের নেতা বা কর্মী। এক সময় কারাগারের নিয়ম শৃংঙ্খলা বলতে কিছুই ছিল না। খুনের আসামীরা কারাগারের কয়েদীদের নিয়ন্ত্রন করত। কয়েদীদের থেকে বিভিন্ন ভাবে টাকা আদায় করত। বর্তমানের কারাগারের নিয়মশৃংঙ্খলা ফিরে এসেছে। নিয়মিত নামজ পড়ার ব্যবস্থা করে জামাত-শিবিরের নেতা কর্মীরা। রাত্রে কয়েদীদের নিয়ে ইসলামী বয়ানের আসর বসে। নতুন কয়েদী অাসলে তাদের অপ্যায়ন করা হয়।অথচ একসময় নতুন কয়েদী আসলে টাকার জন্য তাদের মারধর করা হত। এক কথায় কারাগার এখন ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের দখলে আছে। কিন্তুু সমস্যা হল ধারণক্ষমতার বেশী কয়েদী হওয়ায় চলাচল ও ঘুমের ব্যঘাত ঘটে। আর জামাত-শিবিরের নেতা কর্মী যারা জেলে আছে তাদের জন্য নিয়মিত সংঘটনের পক্ষের আইনজীবিরা আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। ইনশআল্লাহ মুক্ত হবে সকল জামাত শিবিরের নেতা কর্মী আর পলাবে জালিম সরকারকে ।

বিষয়: বিবিধ

১২০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File