বি এন পি যদি গণতন্ত্র মঞ্চ ঘোষনা করে রাজপথে অবস্থান নেয় তাহলে এই মঞ্চ হবে সরকার পতনের মঞ্চ।

লিখেছেন লিখেছেন এখলাস মাহেমাদ িসকদার ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৩৩:৫৬ বিকাল

আওয়ামী শাসনের চার বছরে হত্যা, খুন, গুম সহ সকল অনিয়মের বিরুদ্ধে যদি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বি এন পি রাজপথে অবস্থান নেয় তাহলে দেশের মানুষের ঢল নামবে বলে আমার মনে হয়। কারন এই সরকার দেশের প্রতিটি সেক্টরকে দুর্নিতীগ্রস্ত করে ফেলছে। শুধু দোহাই একটাই আমরা যুদ্ধাপরাধীরেদ বিচার করছি তাই আমাদের বিরুদ্ধো কিছুই বলা যাবেনা। আর এখন সর্বশেষ নাস্তিকদের নিয়ে শাহবাগে আন্দোলনের নামে রাস্তায় ব্যারিকেড দিয়ে জন-দুর্ভোগ সৃষ্টি করেছে। দেখব বিএনপি যদি গণতন্ত্র মঞ্চ করে তাহলে রাস্তা ডাইভারশনের ব্যবস্থা করা হয় কিনা। ফ্যাসিষ্ট এই সরকার বিএনপির গণতন্ত্র মঞ্চ কিছুতেই মেনে নেব না কারণ তাদের পায়ের তলায় মাটি নাই। শুধু গলাবাজি করে বাকী সময় পারকরার সুযোগ খুজেছে। সময় দেওয়া যেত যদি তাওহিদী জনতার বিরুদ্ধে অবস্থান না নিত। কিন্তু তারা আজ নাস্তিকদের পদলেহন শুরুকরেছে। নাস্তিকরাই আজ তাদের সঞ্চালক। শাহবাগ থেকে ঘুষনা দেবে আর এই সরকার তা পালন করবে। এই হল আওয়ামী সরকার। এদের বিরুদ্ধে সোচ্চার হউন।

বিষয়: বিবিধ

১১৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File