বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীকে কেন রাজাকার বলা হল।

লিখেছেন লিখেছেন এখলাস মাহেমাদ িসকদার ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:০৭:১৩ দুপুর



আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধের সময় সিভিল মুক্তিযোদ্ধাদের মধ্যে বীর উত্তম খেতাব প্রাপ্ত একমাত্র মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকীকে রাজা বলায় ৭১এর মুক্তিযোদ্ধারাও হয়ত একটু বিরাগভাজন হতে পারে। ৭১এর রনাঙ্গনে অস্ত্র হাতে বীরদর্পে যুদ্ধ করা ব্যক্তিদের মধ্যে তিনিই ছিলেন অন্যতম। বিশাল কাদেরীয়া বাহিনী নিয়ে সে যেখানেই যুদ্ধ করেছেন সফলতা তার বাহিনী অর্জন করেছেন। মুক্তিপাগল এই মানুষটি পাকিস্তানের সামরিক প্রধান হাই টায়গার সিদ্দিকী বলে হাত মেলাতে এগিয়ে আসলে সে ঘৃনায় তার সাথে হাত মেলানো থেকে বিরত ছিলেন। এমন একজন দেশ প্রেমিক ও মুক্তিযোদ্ধাকে রাজাকার বললে কার না খারাপ লাগবে। প্রগতিশীল রাজনিতীবিদরা তার বঙ্গবীর খেতাব কেড়ে নেওয়ার হুমকি দিয়েছেন। কারন একটিই শাহবাগের উদ্দেশ্যহীন স্লোগানের সাথে সে একমত হতে পারে নাই। রাজিব আহমেদ নামক ইসলামবিদ্ধেশীর সাথে সে একমত হতে পারে নাই। তিন তকবিরের জানাজর প্রতিবাদ করেছেন এ কারনেই। আমাদের দেশের প্রগতিশীল রাজনিতিবীদদের বলব জীবনে কখনো মিছিল মিটিং এ ২০ থেকে ৩০ জনের উপরে লোজ জোগাড় করতে পারেন নাই। আজ শাহবাগের গণজাগরণ মঞ্চে এত লোক দেখে কি মাতা নষ্ট হয়ে গেছে নাকি, নাকি একটানা শাহবাগে অবস্থান করতে করতে মাতায় কাজ করতেছেনা একটু ভেবে দেখুন। কার বিরোদ্ধে আপনি কি বলছেন।এদেশের যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় তখন প্রতিবাদ করার মত সৎসাহস কারো থাকলেও দেখানোর মত সাহস কারো ছিল না এবং করেন নাইও। কিন্তু ব্যতিক্রম একমাত্র বঙ্গবীর কাদের সিদ্দিকী ওরফে বাঘাসিদ্দিকী। প্রতিবাদ করার মাসুল ও তাকে দিতে হয়েছে দেশ ত্যাগ করে। বাধ্য হয়ে ভারতে গিয়ে নির্বাসনে ছিলেন। এমন একজন দেশ প্রেমিককে রাজাকার বলে আপনারা শাহবাগের আন্দোলনের নৈতিকতা হারিয়েছেন কিনা একটু ভেবে দেখুন

বিষয়: বিবিধ

১২৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File