মজলুম জননেতা আল্লামা দেলোয়ার হোসাইন সাইদীর জন্য দোয়া করুন।
লিখেছেন লিখেছেন এখলাস মাহেমাদ িসকদার ১১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:০৬:৩৩ রাত
আমি আমাদের চট্টগ্রামের কথাই বলি । ইসলামী সমাজ কল্যাণ আয়োজিত প্রতি বছরের তাফসিরুল কোরআন মাহফিলে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদীর বয়ান শুনার জন্য দুর-দুরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম হত। আমি তাফসিরুল কোরআন মাহফিলের নিয়মিত শ্রোতা ছিলাম। তারপরও মাহফিল শেষে স্পন্দন এর রেকর্ড করা সব ক্যাসেট কিনে নিয়ে বাসায় শুনতাম এবং উনার ব্যাখা গুলো এতই প্রানবন্ত ছিল যে অনেক সময় আমার চোখে জল এসে যেত। আর উনার মাহফিলে এতই মানুষ হত শেষ মুনাজাতে যদি আছরের নামাজের পরে গেলে মাহফিলের মুল মঞ্চ হতে কমপক্ষে এককিলোমিটার দুরে থাকতে হত। এমন একজন ইসলামী চিন্তাবীদকে নিয়ে বর্তমান সরকার ও তার দোসররা যা-তা মিথ্যাচার করে যাচ্ছে আর তাকে ফাঁসির মঞ্চে ঝুলানোর সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছে তা ভাবতেও অবাক লাগে। আসুন সবাই মিলে উনার জন্য দোয়া করি যাতে আল্লাহ উনাকে এই জালিম সরকারের হাত থেকে রক্ষা করে এবং আমাদের মত সাধারণ মানুষ আবার উনার তাফসির শুনতে পারে।
বিষয়: বিবিধ
১৩৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন