নাস্তিকদের আবরণে আবৃত সরকার, হেফাজতে ইসলামের দাবীর প্রতি সম্মান দেখানো উচিত।
লিখেছেন লিখেছেন এখলাস মাহেমাদ িসকদার ০১ মে, ২০১৩, ১১:৪৫:৩০ রাত
হেফাজতে ইসলামের মতিঝিলের মহা সমাবেশের দাবির প্রতি সম্মান প্রদর্শন করে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রি ডঃ মহিউদ্দিন খান আলমগীল। এটিএন বাংলার টকশোতে তিনি মুন্নি সাহা নামক হিন্দু সঞ্চালকে বার বার বুঝাতে চেয়েছেন এটি আমাদের ধর্মীয় বিষয় বেশী নাগ গলাবেন না। কিন্তু মুন্নি সাহা বারা বার স্বরাষ্ট্রমন্ত্রির মুখের উপর কথা বলে যাচ্ছেন কারণ মন্ত্রী হেফাজতে ইসলামকে কেন গালিগালাজ করতেছেন না এই কারণে। এমনকি মন্ত্রী মহোদয় তাকে অলতো করে দমক ও দিয়েছেন বলছেন দেখেন আপনি আমাকে একটু কথা বলতে দেন।
কিন্তু এর কয়দিন পর থেকে আওয়ামী সরকারের সকল কেবিনেট থেকে শুরু করে সকলে ভিন্ন্ সুরে কথা বলা শুরু করেছেন। এমনকি গার্মেন্টস মহিলা শ্রমিকদের নিয়ে নারী সমাবেশ করে হেফাজতে ইসলাম তথা ইসলামিক দাবীর প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখানো মত দুঃসাহস ও দেখিয়েছেন। কিন্তু অবশেষে নাস্তিকরা এই সমাবেশ করতে পারলান।
মাননীয় প্রধানমন্ত্রীকে নাস্তিকেরা আবৃত করে রাখছে। যার কারণে তিনি আজ জনগণের মুখের ভাষা বুঝতে ভূল করতেছেন। আওয়ামী ঘরনা নাস্তিকরা অথাৎ সু-সময়ের আওয়ামীলীগ নামক আওয়ামী খেখোরা হেফাজতে ইসলামকে আওয়ামীলীগের মুখোমুখি করে ফেলছে হয়ত এর মাসুল দিতে হবে দেশবাসীকে খুব শীঘ্রই। এখনো সময় আছে নাস্তিকদের কথায় ভূল পথে পা না বাড়িয়ে হেফাজতে ইসলামের দাবির প্রতি সহনশীল হয়ে দেশবাসীকে সংঘাতের হাত থেকে রক্ষা করুন।
বিষয়: বিবিধ
১৪৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন