সন্ত্রাসের অভয়ারন্যে
লিখেছেন লিখেছেন Abdullah ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৪৫:১০ সন্ধ্যা
রানী ভবানির স্মৃতি বিজড়িত বনলতা সেনের শহর এই নাটোর। যেখানে অবকাশ জাপনের জন্য এসেছিলেন বাংলাদেশর স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুগ্ধ হয়েছিলেন শান্ত, সুনিবিড় প্রাকৃতিক সৌন্দর্যে। যে শহরে নদ খনন কার্যে স্বহস্ত ব্যাবহার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বলেছিলেন, প্রকৃতিক সৌন্দর্যের লিলাভুমি এই নাটোর। দির্ঘ কয়েক যুগ হলো এখানে রাম-রহিম একত্রে বাস করলেও নেই কোন সাম্প্রদায়ীক দন্দ। সন্ত্রাসের কষাঘাতে নিষ্পেষিত হলেও মুখ খুলতে পারেনা এখানকার শান্তি প্রিয় জনতা। কিন্তু ধিরে ধিরে পরিনত হচ্ছে সন্ত্রাসের অভয়ারণ্যে। প্রভাবশলীদের ছত্রছায়ায় গড়ে উঠছে স্বশস্ত্র ক্যাডার। উদ্দেশ্য প্রভাব বিস্তার। সিনতাই, রাহাজানী, চাঁদাবাজী, ধর্ষন, খুন সহ নানা রকম অপকর্ম করেও পার পেয়ে যাচ্ছে তারা। মুষ্টিমেয় অসাধু রাজনৈতিকদের প্রত্য বা পর মদদে এরা দিনে দিনে হয়ে উঠছে আরো বেপরওয়া। অনেক সময় প্রশাসন তাদের গ্রেফতার করলেও ১০-১৫ দিন এমনকি এর চাইতেও কম সময়ে জামিনে বের হয়ে এসে পুনরয় উল্লেখিত অপকর্মে জড়িয়ে পড়ে তারা। এদের জন্যই শহরে অস্থিতিশিল প্ররিস্থিতি বিড়াজ করে সর্বদাই। আর এদের কারনেই আমাদের ছেট্ট শহর নাটোরকে দিনে দিনে মানুষ সিরিয়াছ শহর হিসেবে খরাপ নজরে দেখতে শুরু করেছে। কিন্তু গুটি কয়েক সন্ত্রাসীদের কারণে আমাদের স্বাধারণ মানুষদের কেন এসব অপবাদ সইতে হবে। এর কি কোন প্রতিকার নেই।
বিষয়: বিবিধ
১১৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন