সম্পাদক বরাবর টুডে ব্লগ নিয়ে কিছু কথা

লিখেছেন লিখেছেন নোমান সাইফুল্লাহ ১৪ জানুয়ারি, ২০১৩, ০৭:৩৩:৪৮ সন্ধ্যা



বাধাহীন লেখার অঙ্গীকার নিয়ে টুডে ব্লগের পথচলা শুরু হয়েছে। এই পথচলার একজন সহব্লগার হিসাবে অংশ গ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এই ব্লগে এসেই যে বিষয়টি লক্ষ্য করলাম তা হলো, অনেকটাই সোনার বাংলাদেশ ব্লগের আদলে গড়ে তোলা এই ব্লগ। তবে কর্তৃপক্ষ কপি রাইট আইনের সাথে সামঞ্জস্য রেখে কিছু মৌলিক পার্থক্যও রেখেছেন। যারা ফলে কপিরাইট আইনের কোন হেরফের হবে না। এখানে এসেই সোনার বাংলাদেশ ব্লগের অনেক পরিচিত মুখ দেখে খুব ভালো লাগছে। আশা করছি এই ব্লগ উত্তোরত্তোর সম্বৃদ্ধি লাভ করবে।

টুডে ব্লগ অন্য ব্লগের চেয়ে মুক্ত স্বাধীন লেখার ফ্লাটফর্ম হবে বলে এই সাফল্য সম্পর্কে দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। কারণ সামু, প্রথম আলো, মুক্তমনা, নাগরিক, সচলায়তন সহ বেশীরভাগ ব্লগই মুক্ত চিন্তার নামে সাম্প্রদায়িক চিন্তাকেই লালন করে থাকে। সাম্প্রদায়িক এই অর্থে যে, সেখানে ধর্ম নিরপেক্ষ রাজনীতির এবং চিন্তার বাইরে কোন চিন্তা প্রকাশ করার সুযোগ নেই। এই অর্থে টুডে ব্লগ সোনার বাংলাদেশ ব্লগের চাইতেও আরো শক্তিশালী মত প্রকাশের মাধ্যম হিশাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে।

সম্পাদক বরাবরে কিছু দৃষ্টি আকর্ষনীঃ

এখানে কিছু সমস্যা রয়েছে। যেমনঃ

১. নোটিফিকেশন সমস্যা। একটি নোটিফিকেশ সব সময় দেখানো হয়।

২. বার্তা অপশন না থাকা।

৩. হোম পেজের ব্যানার আরো আকর্ষনীয় হওয়া প্রয়োজন।


নীতিমালা নিয়ে কিছু কথাঃ

টুডে ব্লগের নীতিমালা খুব সাধারণ এবং দুর্বল বলে আমার কাছে মনে হয়েছে। যেমনঃ

১. মাল্টি নিক এর ব্যাপারে কোন শক্তিশালী নীতিমালা না থাকা। ফলে একজন ব্লগার অনেকগুলো মাল্টি নিক খুলে ব্লগের পরিবেশ ইতোমধ্যে বিনষ্ট কারার পায়তারা করছেন। এ ব্যাপারে সম্পাদকের দৃষ্টি আকর্ষন করছি। কোন নিক প্রথম পাতায় অনুমতি দেয়ার আগে অন্ততঃ একদিনের জন্য হলেও যাচাই বাছাই করে অনুমোদন দেয়া উচিত।

২. দেশের প্রচলিত আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন করে কোন লেখা যাতে প্রকাশিত না হয়, এ ব্যাপারে নীতিমালা থাকা প্রয়োজন।

৩. আত্মপ্রচার, বিজ্ঞাপন, কোন সংগঠনের প্রচারনার জন্য ব্লগ যাতে ব্যাবহার না করা হয়, তারজন্য নীতিমালা প্রয়োজন।

৪. কোন ধর্ম গ্রন্থের প্রতি অবমাননা যেন না হয়, তারজন্য নীতিমালা প্রয়োজন।

৫. কপিপেষ্ট লেখা প্রকাশ না করার ব্যাপারে নীতিমালা প্রয়োজন।

৬. অন্যকোন উৎস থেকে প্রকাশিত লেখা প্রকাশ জন্য লেখার উৎস যাতে উল্লেখ করা হয়, এ ব্যাপারে নীতিমালা প্রয়োজন।

৭. রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরী হয় এমন পোষ্টের ব্যাপারে সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন।

এছাড়া আরো কিছু নীতিমালা আমি অন্য ব্লগ থেকে উল্লেখ করছি। উক্ত বিষয়গুলো সম্পাদক চিন্তা-ভাবনা করে নিজস্ব আঙ্গিকে নীতিমালা তৈরীর অনুরোধ করছিঃ

=>

ক) নারীর প্রতি অবমাননা, আক্রমণ ও নিপীড়নমূলক কোনো লেখা প্রকাশ করা যাবে না।

খ) অশ্লীল ও অশালীন ইঙ্গিতপূর্ণ এমন কোনো শব্দ, বাক্য, ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করা যাবে না, যা নারীকে হেয় করতে পারে।

গ) নারী ব্লগারদের সঙ্গে কটাক্ষমূলক আচরণ করা যাবে না।

ঘ) ব্লগে পোস্ট দিয়ে কোনো নারী বা পুরুষকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রেম নিবেদন করা যাবে না। ব্যক্তিগত চিঠি দেয়া যাবে না।


=>

ক) কোনো পর্নোগ্রাফিক ছবি, লেখা, তথ্য বা ভিডিও প্রকাশ করা যাবে না। কোনো পর্নোগ্রাফিক সাইটের লিংক দেওয়া যাবে না।

খ) এমন কোনো লেখা প্রকাশ করা যাবে না যা সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে অশ্লীল বা অশালীন বলে বিবেচিত হতে পারে।

গ) অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য ব্যবহার করা যাবে না।

ঘ) স্নায়বিক চাপ তৈরি করতে পারে এমন কোনো বীভৎস, ভয়ংকর, অরুচিকর ছবি প্রকাশ করা যাবে না।

ঙ) কাউকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশে কোনো ব্যক্তির অনুমতি ছাড়া/গোপনে তোলা কোনো ছবি প্রকাশ করা যাবে না।

চ) বিকৃত করে, জোড়া লাগিয়ে পরিপ্রেক্ষিত পরিবর্তন করে কোনো ছবি প্রকাশ করা যাবে না।


আশা করছি টুডে সম্পাদক বিষয়গুলো সচেতনভাবে চিন্তা করবেন। সবাইকে সুস্থ ব্লগিং এ এগিয়ে আসার আহবান জানিয়ে আপাততঃ শেষ করছি। শুভেচ্ছা অনন্তঃ ...

বিষয়: বিবিধ

১৩৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File