আহত রক্তের দাগ

লিখেছেন লিখেছেন নোমান সাইফুল্লাহ ০১ মার্চ, ২০১৩, ০৯:২৮:২৫ রাত



চারপাশ শুধু রক্তের প্লাবন

কোথায় গিয়ে দাঁড়াবো খোদা?

ভয়াবহ মৃত্যুর অগ্নুৎপাতে

আমার শরীরে এখন শহীদের ঘ্রাণ

অবিচারের প্রতিশোধ আমাদের শিরা বেয়ে

গলগল করে ঝরে পড়ছে

এই রক্ত শুধু লাল তপ্ত কণিকা নয়

এই রক্ত প্রতিবাদ প্রতিরোধের

এই রক্ত বেলালের আহত শরীর থেকে

মহান প্রভূর পদতলে বিলিয়ে দেয়া

ভালোবাসার স্মৃতি চিন্থ

আমাকে কতবার হত্যা করবে তুমি

কতবার আমাকে শিতল মৃত্যুর সাধ গ্রহন করাবে?

ততবারই আমি জেগে উঠবো

ততবার আমি উদাত্ত কন্ঠে ঘোষণা করবো

আমাদের কোন মৃত্যু নেই

আমাদের কোন মৃত্যু নেই খোদা

আমরা অন্তহীন প্রাণের প্লাবনে

জেগে উঠি শতাব্দীর মোহনায়

যেখানে বিপ্লবের চিকচিক নতুন সম্ভবনা

সবুজ চারার মত লকলক করতে থাকে

আলোর প্রাণে হাসতে থাকে অজস্র শহীদের প্রাণ

আমরা জেগে থাকি মুক্ত পাখির মত

আমাদের ডানায় মুক্তির ঘ্রাণ

অবিচারের প্রতিটি শব্দের বিনিময়

শোধ করবো আজ রক্তের ঋণ

অত্যাচারের প্রতিটি আঘাতের বিনিময়

ডেকে আনবো অনিঃশেষ লোকালয়

শত শত সাহসী যুবক যেখানে

মেলে দেয় বুকের বন্ধ দুয়ার

দুহাতে উড়িয়ে দেয় সাজানো সবুজ সংসার

হৃদয়ে লালিত স্বপ্নের কোমল বাসর

আমাকে মৃত্যু দাও খোদা আমাকে মৃত্যু দাও

স্বৈরাচারের প্রতিটি বুলেটের সম্মুখে

আমি অজস্র বার মৃত্যুর শাদা কাফনে জড়াতে চাই....

বিষয়: বিবিধ

১৪২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File