গণতন্ত্র

লিখেছেন লিখেছেন নোমান সাইফুল্লাহ ২২ জানুয়ারি, ২০১৩, ১২:৩৭:০৭ রাত



হৃদয়ের নিষিদ্ধ শব্দগুলো চাপা পড়া অন্ধকার থেকে

বেরিয়ে আসতে চায় দ্বিধাহীনভাবে

গণতন্ত্রের ডান্ডবেড়ী ছিঁড়ে

এখনই নেমে আসতে চায় উত্তপ্ত রাজপথে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

কোথায় তোমার গণতন্ত্র? কোথায় তার বসবাস?

সংবিধান? নাকি সরকার?

কোথায় গেলে কোথায় গেলে দেখবো তোমায়?

স্বৈরাচারের আলখেল্লা পরে কে তুমি

শুনাও বয়ান! গণতন্ত্র আমাদের পবিত্র সম্মান

এখনো তোমার শরীর এক নায়কের দুর্গন্ধ ছড়ায়।

আমার শব্দের আগেও পরে তোমার দাঁড়ি কমা

আইনের খাতায় আমি ফেরারী ভীষণ

বিবেক-স্বাধীনতার কথা বললে

ট্রিয়ার সেল, রাবার বুলেট আর ডান্ডাবেড়ী

আমি সংবিধানের কথা বললে, "শুয়োরের বাচ্চা" বলে

থেতলে দাও হাঁড় মাংস, তারপর রিমান্ড, টর্চারসেলের

ঘুটঘুটে অন্ধকার....

গণতন্ত্র মানে নাগরিক অধিকার নিয়ে

তামাশার কিছু নাট্য সংলাপ



ক্ষমতার উষ্ণ দরবারে বসে লিখে যাও ইতিহাস

কে আসামী কে নির্দোষ

নির্ধারন করবে আজ আইনের বিধান

খোদার খলিফাদের পবিত্র দরবার শরীফ

রাষ্ট্রযন্ত্রের ইতিহাসে আইন মানে শাসকের হাতিয়ার

ক্ষমতার চাবুকে নড়ে আইনের কলম।

বিবেকের দরজা বন্ধ রেখে শুয়োরমুখো পরজীবীদল

নেড়ী কুকুরের মত চিৎকার করে ওঠে

ওরা অপরাধী ওদের ধর! পিষে দে মাটির সাথে!

ওদের মারলে কোন গুনা‌""‍' নাই...

তারপর নির্দোষ যুবকের লাশ ভেসে ওঠে

লকআপ হাতে অজানা কোন নদীর কিনারে

প্রতিবাদী যুবকের হাতে পায়ে ছোপ-ছোপ রক্তের দাগ

বোনের নেকাব ধরে টান দিয়ে হন্তারক হো-হো হেসে ওঠে

বেশ্যার দালাল নারীবাদীরা আড়ালে মুচকি হাসে

আর মানবাধিকার কমিশন মানে পা চাটা চতুষ্পদের মত

উচ্ছিষ্ট লেহনে মগ্ন হয়ে

জপতে থাকা"বেশ হয়েছে আরো দাও প্রভু,

আমি যে তোমারই গোলাম"

অনেক হয়েছে এবার থামাও তোমার

খুন পিয়াসী মাতাল ছুরি

না হলে হারামজাদা রাক্ষুসে শোষকের দল

একটানে ছিড়ে ফেলবো

তোর জিহবার লকলকে কন্ঠনালী!

অজস্র জনতা নির্ঘুম রাত কাটায়

মুক্তির প্রহর গুনে

ঐ উপচে পড়া আমজনতা

গড়তে জানে ইতিহাসের পালবদল

শোষকের সমাধিতে লিখতে জানে

গণতন্ত্রের লাল অক্ষর

সাম্যের বাতাসে উড্ডিন হোক একটি পতপত সবুজ পতাকা।

বিষয়: বিবিধ

১৩০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File