অন্ধকারে আমি এবং অজস্র পাখি
লিখেছেন লিখেছেন নোমান সাইফুল্লাহ ১৮ জানুয়ারি, ২০১৩, ১০:৩৫:০৮ রাত
আমার চেতনার ভেতর অজস্র পাখির শোরগোল
যেন বহুদিনের পুরনো ঘরে শুণ্য বসতি
নিস্তেজ আলোর স্পর্শে অন্যরকম ইন্দ্রজাল
জেগে ওঠে নীরবতার গহীনে সে লুকিয়েছিল
পুরনো দেয়ালের সুরকিগুলো ধুলোর ডানায় ওড়ে
কবে ছিলাম আমি এইখানে এই শুন্য ঘরে?
পরিচয়হীন কোন পাহাড়ের গাল বেয়ে
নামে জলের নদী। আমি তার শব্দ শুনি
যেন আমার ভেতর সঙ্গীহীন মানুষের মত
সেও কাঁদে তারপর অনিন্দ্য প্রচ্ছদে জাগে রাতের শহর
পায়ের নুপুরে ছন্দের বৃষ্টি নামে আলো-আঁধারে
নৃত্যের অপলক রোমন্থন প্রাগৈতিহাসিক কাল ধরে
আজ অবধি সেই যুবতির মত যাকে নারী বলে জেনেছি
উন্নত বক্ষ শোভা এবং বিবসন দেহে প্রেমের
নান্দনিক চিত্রকল্প এবং গল্পের রাত ছিল বহুকাল।
কখনও উড়ে আসে পানকৌড়ি এখানে
ঠোঁটে তার নুনের গন্ধ চোখে সাগরের উত্তাল ঢেউ
সে জানে নিঃসঙ্গ মাঝির কথা যখন কেউ থাকে না
দু'চোখে অসীম মায়াবী নীল। জোয়ার চলে গেলে
ভাটার শুন্যতায় খালি পড়ে থাকে নায়ের গলুই
কিছু পায়ের চিন্থ ভালোবাসার উত্তাপ মাখা
কিছু হাসির কিঞ্চিত রেশ লেগে থাকে তখনও
পলিল মাটি অনেক যত্মে আগলে রাখে স্মৃতি
কেন আসে সে এখানে এই চেতনার অন্ধকারে?
পুরনো মোমদানির বুকে জ্বলেছিল যে আগুন
আঁধারের ঠোঁটে তার অবগাহন। আমার পকেটে রাখা
আগুনের সব কাঠি ফুরিয়ে গেল বুঝি?
অজস্র লাল নীল ডানার পাখি ভীড় করে কোথায়?
আমার ঘরে চুপি-চুপি টোকা দেয় সবুজ ঘাস
ইটের কলমি দানা, প্রান্তর, নিমের ছায়া
কিছু তাজা শিশিরের অভ্যর্থনা খুব...
কেন আসে সবাই?সারি-সারি দলবেঁধে
শাদা মেঘের বিছানো চাদরে চুপচাপ শুয়ে থাকি
আমি বহুদিনের পুরনো ঘরে একদিন।
বিষয়: সাহিত্য
১৫৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন