শুধু জেগে আছে কবিতারা!

লিখেছেন লিখেছেন ইক্লিপ্স ১৪ জানুয়ারি, ২০১৩, ০৮:৩৫:২৪ রাত



ছোটন দেখো তো!

কি অবাক কান্ড!

আমি গল্পের খাতা ভরে তোমায় নিয়ে কবিতা লিখেছি।

ভাবছ কি করে হল?

সত্যিই তাই -

গল্পের রঙিন মলাটে দেখি শীতের কুয়াশা

বিন্দু বিন্দু শিশির জমে এক হাটু পানি!

নায়ক শীতে থরথর করে কেঁপে বলল

''আর পারছি না তো বাপু।

আমি শীতে কেঁপে কেঁপে কাবু!

এবার তো দাও ছুটি

নয়তবা চললুম নিজেই নিজের বাড়ি।''

আর নায়িকা? সে তো জানো বড়ই আলসে!

আড়মোড়া দিয়ে সেই কখন থেকে ঘুমুচ্ছে!

আমি ডাকতেই ওমা সে কি কথা !

''ভেঙো না তো দিদি শীতের আড়ষ্টতা।''

ভিলেনও গেছে চোখ পাকিয়ে

বলে কিনা''শীতের কালে গল্প কি গো জমে?''

আমার গল্পের মাঠ এখন শুধুই শুন্য ফাঁকা!

কেউ নেই শুধু আমি আর তুমি ছাড়া!

আর হ্যাঁ! কিছু কবিতারাও আছে।

ছোটন জানো এক কবিতায় প্রজাপতি উড়ে এসে বসে

বলে তার রঙিন পাখায় নাকি মৌমাছির দল কানামাছি খেলে!

কোকিলের দল তো করেছে সে কি আজব কান্ড!

ঠোটে করে এনেছে ধরে জোনাক পোকার বাক্স!

সেই জোনাকির আলোতেই জানো এখন এই কবিতা লিখছি।

সেই যে কখন লোডশেডিং এ বিজলী গেছে চলে!

ওহ জানো তো ছোটন বাহিরে এখন তীব্র শৈত্যপ্রবাহ

কণকণে শীতে উঠছে কেঁপে হাড়ের মাংসগুলো

টিকটিকিটিও শীতে ঠায় আছে বসে ঐ দেয়াল ঘড়ির পাশে

ঘুমিয়ে পড়েছে মস্ত শহর আজকে অনেক আগে!

শুনশান নিবিড় নিরবতায় ডুব সমস্ত কোলাহল!

দেখো শুধু জেগে আছি আমি আর তুমি

আর আমাদের দুষ্টু কবিতারা!

বিষয়: সাহিত্য

১১২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File