হেরে যাব বলেই!
লিখেছেন লিখেছেন ইক্লিপ্স ১২ জানুয়ারি, ২০১৩, ০৬:১৭:০৫ সন্ধ্যা
ইচ্ছে করে সব ফেলে
দৌড়ে এসে ঝাপ্টে পড়ি তোর বুকের সাগরে!
তারপর এক ডুবে কেটে যাক সমস্ত জীবন!
আমি তোর ভালোবাসার মোহে মোহিত এমনই মানসী
তোর নেশায় মাতাল
আমার সকাল দুপুর বিকেল কিংবা রাত্রি!
আমি বিরহীর গান বুঝি না,
জানি না কেন ডাগর চোখে অশ্রুর নাচানাচি?
শুধু বুঝি বুকেতে একটা গভীর গিরিখাদ
তাতে উপচে পড়ে আবেগের খরস্রোতা নদী!
রোজ পাড় ভাঙ্গে, ভাঙ্গি আমি
বুকেতে পড়ে কষ্টের রুক্ষ চড়
রুক্ষতার রুক্ষতায় ধূধূ মরুময় অন্তর!
আবার একটু একটু করে জমে ভালোবাসার পলি
তুই বেড়ে উঠিস,
বেড়ে উঠে তোর ভালোবাসা বড় মোলায়েম করে!
এভাবেই বার বার আমাতেই বিনাশ তোর
আবার আমাতেই শুরু!
জানি না কিসে সমাপ্তি
মরণে নাকি নতুন সূচনায়!
শুধু জানি হেরে যাব বলেই যুদ্ধে নেমেছি।
পাব না জেনেই ভালোবেসেছি!
বিষয়: সাহিত্য
১৩৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন