Good Luckঅভাগা স্বাধীনতা আর এক টোকাইয়ের কাব্য!

লিখেছেন লিখেছেন ইক্লিপ্স ১১ মার্চ, ২০১৩, ০৮:৫৪:২৭ রাত



অবহেলায় বেড়ে উঠা অনাহারে,

অযতনে ক্ষুদ পিপাসায় কাতর টোকাই

চিৎকার দিয়ে কেঁদে উঠে বলে

,'' হে আমার স্বাধীনতা মা!

এক মুঠো ভাত দে

বহুদিনের অভুক্ত ক্লিষ্ট যাতনা মিটাব

দে এক টুকরো ছেড়া কাপড়

লজ্জায় বদন মুড়াবার স্বাধীনতা

আমাকে আবার মানুষ হবার অধিকার দে

দে মরণের পরে মরণের মর্যাদা! ''

টোকাইয়ে করুণ আর্তনাদ

কানে বিষ ঢেলে দেয় শকুনের!

রুক্ষ বাতাস ঠোটে তুলে চিৎকার করে বলে

''শুনছ কি পৃথিবীর মোড়লেরা?

দুই টাকার টোকাই চাইছে বাঁচার অধিকার!!

ভুলে গেছ কি সুশীলের দল হিটলার, মুসলিনির কথা?

ফ্রাংকেনস্টাইন প্রতিহত হবে এত বড় স্পর্ধা!

সভ্যতার বাতি জ্বালাবে টোকাইরা!

প্রতিহিংসার আগুনে দাউ দাউ করে

জ্বলে ওঠে শকুনের চোখ,

রাগের লেহনে মানব ভক্ষণের বাসনা!

হিংস্র নখের আঁচরে সে ক্ষতবিক্ষত করে দেয় টোকাইয়ের বুক,

ধারাল দাঁতে কেটে খায় কলিজা!

তারপর!

তারপর আসে লাল পিঁপড়ের দল

কুঁড়ে কুঁড়ে খায় শব!

খাবার মিছিলে আসে শিয়াল,কুকুর

রক্ত চোষা ভ্যাম্পায়ার আর হায়ানারাও আসে নিঃশব্দে!

সন্ধ্যা মালতির কোলে সন্ধ্যা নামে

বেদনায় নিভে যায় শুকতারা

অভাগা স্বাধীনতা লজ্জায় মুখ লুকায় টোকায়ের ছেড়া লুঙ্গীতে

গৌরবে জ্বলজ্বল করে শকুনের ক্ষুধিত চোখের তারা!

হারিয়ে যায় টোকাইয়ের বেঁচে থাকার অসভ্য (!) স্বাধীনতা...

বিষয়: সাহিত্য

১২৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File