পর্দার আড়ালে!!!
লিখেছেন লিখেছেন ইক্লিপ্স ২১ ডিসেম্বর, ২০১৩, ০১:২০:২৮ রাত
ভালোবাসার পর্দার আড়ালে অনেক সময় অনেক বড় বিভৎস সত্য ঢাকা পড়ে থাকে! সৌভাগ্যবান তারা যারা এই পর্দা সরিয়ে সত্যটাকে দেখে নেয় । আর দূর্ভাগ্যবান তারা যারা ঐ সত্য দেখার সাহস করে না এবং এই বিশ্বাসে বাঁচে আমি যাকে এত ভালোবাসি,এত বিশ্বাস করি সে এত নির্মম আচরণ কখনো আমার সাথে করতে পারে না! তাই যদি সৌভাগ্য হতে চাও তবে ঐ আবেগের পর্দা সরিয়ে দেখে নাও যেই প্রশ্নের উত্তর তুমি হন্ন হয়ে আকাশে বাতাশে ত্রিভুবনে খুঁজে বেরাচ্ছো তা ঐ পর্দার নিচে লেখা আছে! তোমার অবচেতন মনও এই সত্য জানে! শুধু তুমি জানো না! তাই অহর্নিশ মরিচীকার পেছনে ছুটে বেরাও! জল্লাদের হাতে নির্ভাবনায় জীবন সপে দাও! আর অকালেই সন্ধ্যায় ঝরে যাওয়া ফুলের মত ঝোরে পড়! নিজের অজান্তে মেনে নাও জীবনের বড় পরাজয়!
কিন্তু জীবন তো নয় সন্ধ্যায় ঝরা ফুল! জীবন হল সকাল বেলার সদ্য যৌবনা কলি যে বারে বারে নব স্নিগ্ধতায় প্রস্ফুটিত হয়। যতবার সে হারে আবার নতুন করে সাজে! এভাবে সাজতেই থাকে! যদি কখনো চিরতরে ঝোরেও যায় তার সুবাস রেখে যায়। তাই পথ চলতে গিয়ে শুকে দেখো এখনো বহু মহৎ মানুষের গন্ধ মাখা আছে! চিরকাল থাকবে। অন্তত যতদিন পৃথিবীর বুকে জীবনের অস্তিত্ব আছে ততদিন থাকবে! এই হল জীবনের ঘ্রাণ! কোন দানব আজ অবধি এই ঘ্রাণ মুছে দিতে পারে নি! কেউ পারবেও না!
তাই সেই সত্য দেখে ভেঙে পড়ো না! মনে রেখো তোমার ভ্রান্ত বিশ্বাসেই এই দানবের সৃষ্টি! তোমার কষ্ট মানেই দানবের বিকশিত দাঁতের হাসি! আহা দানবের কাছে দয়া ভীক্ষা চাও? ভীক্ষা দাতা তো উদার, সে দানব নয়! আর যে দানব হয়েছে সে উদার নয়! তাই মনে রেখো দানবের কাছে ভীক্ষা বা হৃদয়ের মুল্য চাওয়া মানে নতুন করে ভালোবাসার সেই পর্দার আড়ালে আরেকটি নতুন বিভৎস সত্যের সৃষ্টি করে যাওয়া যার অস্তিত্ব পৃথিবীতে আছে ভাবতেই তুমি কেঁপে ওঠো!
তাই ভালোবাসার পর্দা উঠিয়ে যদি কোন নির্মম সত্য দেখো তাকে মেনে নাও! হয়ত কিছু দিন মন কাদঁবে! তবুও তুমি হবে সেই সৌভাগ্যবান যে সত্যকে দেখতে জানে! সত্য গ্রহন করতে জানে। চেয়ে দেখো এই পৃথিবী বেশির ভাগ লোক সত্য দেখতে জানে না। কারণ সত্য হল সাদাকালো! তাকে আমাদের ভালো লাগে না! তাই অনেক সময়ই আমরা স্বেচ্ছায় সত্য দেখি না! জীবনের নিঃশেষিত পরাজয় আমাদের বাধ্য করে সত্য চেয়ে দেখতে!
অথচ মিথ্যা কত সহজেই আমরা দেখে ফেলি! কারণ মিথ্যা রঙীন! তার সাময়িক ঝলসানো রুপের কাছে আমরা হই বন্দী! আর চিরকালের জন্য হই পরাজিত! তাই ভেবে দেখো তুমি কাকে করবে গ্রহণ! যেই গ্রহণ সাময়িক আধার এনে পরে উজ্জ্বল সকাল এনে দেবে? নাকি সেই গ্রহণ যে চিরতরে তোমায় আধারে ঢেকে দেবে? তাই সত্যকে তুমি গ্রহণ করো। সেই ভীরু তুমি নও যে নিজের মাঝে অজস্র প্রশ্ন নিয়ে গুমড়ে গুমড়ে মরে! দেখো তুমি হবে সময়ের সাহসী বীর।
বিষয়: সাহিত্য
২৫৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন