Good Luckএক পিন্ড বিষাক্ত জীবন!

লিখেছেন লিখেছেন ইক্লিপ্স ২৯ অক্টোবর, ২০১৩, ১২:৫৮:৫২ রাত



১।

আমার এক অন্তিম ইচ্ছা!

আমি আমার শবটা তোমায় উৎসর্গ করে যাবো!

হয়ত তোমার বর্ণাঢ্য চাকচিক্যের জীবনে বড় মলিন দেখাবে

আমার কষ্টে নীলাভ দেহ

তবু করুণার দানহস্তে হলেও গ্রহণ করো!

সবই তোমার দেয়া ভালোবাসার উপঢৌকন!

২।

বড় বেশি কিছু চাই না তোমার কাছে

চাই না অস্থাবর ভালোবাসার স্থাবর প্রতিদান!

যদি পারো এক ফোটা বিশুদ্ধ অশ্রু দিও

কামনা, লোভ,লালসা, প্রতিহিংসা মুক্ত বিশুদ্ধ চোখের জল!

৩।

তোমার উপহাসের হিংস্র দন্তগুলোকেও বিকশিত করো না যেন!

তবে জগত থেকে চিরতরে হারিয়ে যাবে শুদ্ধতার জয়জয়কার!

প্রজাপতি মরে যাবে, ফুলেরা কলি থেকেই ঝরে যাবে,

সবুজতা ঝরাপাতা হয়ে মুছে দিবে বসন্তের স্নিগ্ধ সকাল!

তাই তোমার রক্ত চোষার দাঁতগুলোকে ওষ্ঠেই ঢেকে রেখো

কোন দিন জগত জানবে না

শুভ্র কাশফুলের আড়ালে বিষাক্ত কেউটে নাগের বাস!

৪।

হয়ত আমার এই রক্ত ঝরার শব্দগুলো তোমার কাছে অর্থহীন,

এগুলোকে মালা করে হবে না কোন অনবদ্য কাব্য ,

তবু তারা তিল তিল করে গড়ে তুলবে নিস্তব্ধ কিছু রাত

যার নিভৃতে অন্ত্যেষ্টির হাহাকার!

বিষয়: সাহিত্য

১৬৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File