Good Luckভাষার ছড়া

লিখেছেন লিখেছেন ইক্লিপ্স ০৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:২৯:০৮ রাত



ভাষার মাসে্ বেঙ্গলিতে

বলি আমি 'হাই'

শুকপ্রভাতে মন ভরে না

'গুড মর্নিং' চাই।

ডিম ভাজিতে ক্ষেত মনে হয়

মামলেট ফ্রাই চাই

রুটির 'র' টা রুক্ষ শোনায়

ব্রেড বলা চাই।

'বিদ্যালয়' বললে হবে

প্রেস্টিজ পাংচার

স্কুলেরই রসসুকারে(উ)

হচ্ছে জীবন পার।

চেয়ার বাংলা কেদারা

গেছে মিউজিয়ামে

টেবিল মশাইয়ের বাংলা কি কেউ

করেছে কোন কালে?

'ভালোবাসিতে' প্রেম জমে না

লাভ ইউ বলা চাই

'ঘৃণাতে' কি আর মান আছে ভাই

হেট ইউ হওয়া চাই।

হলপ্রিন্টের বাংলা মুভি

বিদেশী নায়িকা নাচে।

কিউ ক্যায়া কেছে হোতাহে

আমি পুছি বারে বারে।

মিনা রাজু সেকেলে এখন

দেখে না কোন চাইল্ড

ডরিমন নবিতারা

জুড়ে আছে মাইন্ড।

ধন্যবাদে চিড়ে ভিজে না

থাংকু বলা চাই

'সরি' মানে দুক্কিত

আমি ভুলে যাই।

বিষয়: বিবিধ

২০৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File