Good Luckআরো জোরে ধেয়ে আসো বৃষ্টি!

লিখেছেন লিখেছেন ইক্লিপ্স ০১ মে, ২০১৩, ১০:৫৩:২১ রাত



১।

আহত বাঘিনীর মত গগণবিদারী

বিদীর্ণ আর্তনাদে কেঁদে চলেছে আকাশ!

জমাট বাঁধানো কষ্টরা দলা পেকে

বুকের আগ্নেয়গিরি খুঁড়ে খুঁড়ে লাভার দহনে

ক্ষণে ক্ষণে ঢেঁকুরে মত

গলা বেয়ে উঠে আসে বিদগ্ধ হাহাকার!

ওগো বৃষ্টি! আরো জোরে এসো!

তীক্ষ্ণ সুরে মিহিন সমীরণে

ছড়িয়ে দাও বাঁধভাঙা আর্তচিৎকার!

প্রবল বেগে ধেয়ে এসে আজ ধুয়ে নিয়ে যাও

আহত ভঙ্গুর হৃদয়ের বিচূর্ণ জঞ্জাল!

তীব্র ক্ষোভে গর্জাও মেঘ

আরো জোরে গলা ভেঙ্গে দাও চিৎকার!

বহুকালে লুকানো কষ্টগুলোকে আজ বুকের গহর থেকে

হেচড়ে টেনে বের করে কষ্ট চিহ্ন এঁকে দাও

জগতের প্রবঞ্চক তনিমায়!

২।

আরো জোরে বয়ে চলো অশ্রুর ফোয়ারা!

আজ কষ্টের রঙে রাঙাও আকাশ

ভিজাও কঠিন অদ্রির কঠোর মৃত্তিকা!

আজ বেহুলার বাঁশির মৃত্যুঞ্জয়ী সুরে বেজে উঠুক

সেই কষ্টের লীলাভূমি

যেই কষ্ট জীবন্মৃত করে দেয়

পুই পুই করে ছুটে চলা দুরন্ত কিশোরী!

আজ ঝমঝম কষ্টের দপদপানিতে

শীতল হোক রক্ত ধারা!

গলা ধরে আসা অস্ফুট কষ্টগুলো আজ কান্না হয়ে

ঝোরে পড়ুক বৃষ্টির অবারিত বারিধারায়!

বিষয়: সাহিত্য

২২৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File