সমষ্যা কি ?

লিখেছেন লিখেছেন স্বপ্নতরী ১১ আগস্ট, ২০১৩, ০৮:৩৭:৩৪ রাত

গতকালকে তাগুতের ওপর আমার ধারাবাহিকের ৬ষ্ট পর্ব পোষ্ট করেছিলাম। আজকে দেখি সেটা গায়েব হয়ে গেছে। মডারেটর ভাইরা কি পোষ্টটি কে মুছে দিয়েছেন ? কোন ধরনের নীতিমালা লংঘন হয়েছে কি ? যদি তাই না হয় তাহলে সমষ্যা কি বুঝলাম না। আমার হোম পেজেও সমষ্যা চলছে। ফিডব্যাকে যোগাযোগ করেও কোন লাভ হয়নি। তাই পোষ্ট আকারে বলতে হলো।

১। হোম পেজে আমার নোটিশ বোর্ড খুজে পাওয়া যায় না।

২। যে কোন লেখার পড়ার লিংকটা থাকে না। বাকিটুকো পড়ুন অপশানটি নেই।

৩। মন্তব্য বা জবাবের নোটিশ দেখার জন্য নিজের ব্লগে ঢুকতে হয়।

৪। কারো লেখা পড়তে হলে তার ব্লগে প্রবেশ করতে হয়।

মডারেটর ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে সমষ্যাগুলোর দিকে আশু নজর দেওয়ার জন্য। আমার গত কালকের লেখাটির কি হলো সেটা জানালে উপকৃত হবো।

বিষয়: বিবিধ

১৩০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File