পরিচিতার নিঃশব্দ পদচারনা
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১৩ জানুয়ারি, ২০১৩, ০৯:০৬:২০ সকাল
ওর আবেশে উড়েছি আমি;
তৃণহারা স্বামী নিয়েছে টানি;
হয়েছি রুক্ষ মরুভূমি।
তবুতো আজি
'ও-ও' করে কর্ণ কুঠর উঠছে বাজি।
'আজ আমি নেইকো আমাতে।'
একা আমি এই আমি হারা এই আমি'র জগতে।
নিঝুম রাত্রি এসেছে নেমে,
আজ আমি চলছি থেমে।
দেখছি একি যাত্রা শেষে,-
রয়েছি আমি ঠাই দাঁড়িয়ে।
জানিনে কি ভুল
করিল সব ভণ্ডুল
কেনো সে আজ আমাতে নির্বাক।
নাকি আমি আজ রয়েছি দাঁড়িয়ে
ভুলের পাহাড়ে,-
দিয়েছি তাকে তিক্ত ডাক।
আমি আজ মেলা ভাল আছি
আমি হারা এই আমি'র জগতে।
আশা মোর হৃদে
যেন শুধু থাকি মোর গীতে,
আমি হারা এই আমি'র মহিতে।
আঁখি বোজ! আঁখি বোজ!
পাবই পাবই আমি মোর খোঁজ।
কে তুমি রেখেছ অতি যতনে
লুকিয়ে আমাকে,
এতকাল বাদে হারিয়ে আমারে
চিনেছি তোমাকে।
বিষয়: সাহিত্য
১৩৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন