ভূতের কলন
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১২ জানুয়ারি, ২০১৩, ০৯:৪৫:৩৩ রাত
অট্ট হেসে মাতলা সভায়
বড্ড নেচে রত্ন কুঁড়ায়,
সভ্যতারই সভ্য লতায়
আলতো করে বিষ ঢোকায়।
বিষ খেয়ে সব খিলখিলিয়ে
হাসছে বটে দাঁত কেলিয়ে,
দাঁত দেখে সব পাক পোকারা
নাপাক হবার মানস গড়ে।
এমন আজব কাণ্ডখানা
ঘটছে যখন জখন-তখন,
বিশ্ব এ নয়, কখখনো নয়।
বলব একে অন্ধপুরী,
নয়তো হবেই ভূতের কলন।
বিষয়: সাহিত্য
১০৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন