৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস: কি করবে টুডে ব্লগ? [পরিকল্পনা আহ্বান]

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ২১ নভেম্বর, ২০১৪, ০৭:৩৪:০০ সন্ধ্যা



১৯ ডিসেম্বর ২০১৪ ৬ষ্ঠ বাংলা ব্লগ দিবস। সামুতে ব্লগ দিবসের ডাক দেওয়া হয়েছে, শব্দনীড়ের ব্লগাররাও ব্লগ দিবস নিয়ে আলোচনা সমালোচনায় মগ্ন, তবে টুডে ব্লগ নিরুত্তাপ। কারো যেনো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কেনো নেই এটা আমার কাছে অজানা।

সামু ব্লগ প্রতিনিধিরা তাদের ব্লগ দিবসের ডাকে অন্য ব্লগ প্লাটফর্মের নাম পর্যন্ত উচ্চারণ করে নি। তারা এখন পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নি তারা ব্লগ দিবস এককভাবে পালন করবে নাকি অন্য ব্লগ প্লাটফর্মদের ব্লগারদের আমন্ত্রণ জানাবে, যদিও ব্লগ দিবসের ডাকে দেওয়া আছে Every Blogger's Day যেটা আসলে হওয়া উচিৎ ছিলো Every Bengali Blogger's Day। আবার আমন্ত্রণ জানালেও সেটা কতটুকু গুরুত্বসহকারে জানাবে? অন্য ব্লগ প্লাটফর্মের ব্লগারদের কথা কতটুকু রাখবে? ইত্যাদি নানা প্রশ্ন থেকে যাবে। অথবা তারা ভিন্নমত পোষণকারীদের হাতে গোনে কিনা এটাও প্রশ্নের ব্যাপার। গতবছর মানে ৫ম ব্লগ দিবসে টুডে ব্লগ আমন্ত্রণ পেয়েছিলো কিনা জানা নেই আমার।

যাই হোক, গুটি গুটি পায়ে এগিয়ে আসছে ১৯ ডিসেম্বর, কি করতে যাচ্ছে টুডে ব্লগের ব্লগাররা? তারা কি ব্লগ দিবস পালন করবে? নাকি এই দিবসকে অগ্রাহ্য করে এগিয়ে চলবে? সামু ব্লগ প্রতিনিধিরা কি টুডে ব্লগের সাথে যোগাযোগ করেছে? সামু প্রতিনিধিরা যোগাযোগ করলে টুডে ব্লগ কি করবে?

আমার মতে অবশ্যই টুডে ব্লগের উচিৎ ব্লগ দিবস পালন করা। সুতরাং ব্লগ দিবসকে সামনে রেখে সকল ব্লগারদের উচিৎ এ বিষয়টা নিয়ে আলোচনা করা।

ব্লগ দিবস নিয়ে আপনাদের ভাবনা জানান। আসুন ব্লগ দিবস নিয়ে আলোচনা-সমালোচনা করি।

এটা লক্ষণীয় যে মতাদর্শের ব্যাপক পার্থক্য থাকার জন্য টুডে ব্লগের ব্লগাররা সামুর সাথে ব্লগ দিবস পালনের বিপক্ষে, সুতরাং টুডে ব্লগে কিভাবে ব্লগ দিবস পালিত হবে সে বিষয়ে পরিকল্পনা আহ্বান করছি।

[বিশেষ দ্রষ্টব্যঃ দিবস পালনে যাদের এলার্জি আছে তারা যেনো অযথা কমেন্টে পরিবেশ নষ্ট না করে]

[চলমান পোস্ট...]

বিষয়: বিবিধ

১৬৩৩ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

286567
২১ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : মওদুদী ও ওহাবী মতবাদ এবং হেফাজতী-কওমী-দেওবন্দী দর্শন অনুযায়ী মাত্র ঈদ-টা ঈদ ছাড়া আর কোন উৎসব ও দিবস পালন করা বিদাতী ও গুনাহে কবিরা ধরনের কাজ ।

আমি আর বিশেষ কিছু লিখছি না ।

তবে আমি নিজে এই দিবস উদযাপন করবো । যারা আমার সাথে থাকতে চান তারা ফেসবুকে যোগাযোগ করতে পারেন ।
২১ নভেম্বর ২০১৪ রাত ০৮:০৭
230110
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : এসব তত্ত্ব এখন আর খাটে কিনা জানা নেই। ইসলামিক ছাত্রসংগঠনকেও বিজয় দিবস, স্বাধীনতা দিবস পালন করতে দেখেছি।
২১ নভেম্বর ২০১৪ রাত ০৮:১৮
230111

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : মওদুদী ও ওহাবী মতবাদ এবং হেফাজতী-কওমী-দেওবন্দী দর্শন অনুযায়ী - সব দিবসই হারাম। তবে বদর দিবস, আলকুদস দিবস, মোহাম্মদের শাদী দিবস........ হালল।
২১ নভেম্বর ২০১৪ রাত ০৯:১০
230127
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : ৥ মুক্তিযুদ্ধের কন্যা : আপনি লিখেছেন, “মওদুদী ও ওহাবী মতবাদ এবং হেফাজতী-কওমী-দেওবন্দী দর্শন অনুযায়ী - সব দিবসই হারাম। তবে বদর দিবস, আলকুদস দিবস, মোহাম্মদের শাদী দিবস........ হালল।”
উত্তরে বলছি : http://www.islamhouse.com/ ........ এই সাইটাতে ৫৯ টা ভাষায় ওহাবী মতবাদ অনুযায়ী প্রশ্নের উত্তর দেওয়া হয় । ওহাবী মতবাদ আর মওদুদী মতবাদ প্রায় একই জিনিস । ওহাবী/মওদুদী/আহলে হাদিস মতবাদে বিশ্বাসীরা প্রায়ই এই সাইট হতে লেখা কপি পেস্ট করে ব্লগ সাইটগুলোতে প্রকাশ করে থাকে ।
http://www.facebook.com/missiontawheedislam নামক আরও অনেক পেজ ফেসবুকে সচল ও সক্রিয় । তাদের দৃষ্টিভঙ্গিই আমি উল্লেখ করেছি । তারপরও তারা অনেক ক্ষেত্রে তাদের নিয়ম ভঙ্গ করে থাকেন ।
বদর দিবস পালন করা এই সাইট অনুযায়ী হারাম । আল কুদস দিবস ইমাম খেমেনী চালু করেন । এই সাইট অনুযায়ী ইমাম খোমেনী কাফের ।
মোহাম্মদের শাদী দিবস বলে কোন দিবস পালন হয় বলে আমার জানা নেই ।
২১ নভেম্বর ২০১৪ রাত ০৯:১৪
230133
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : @মোস্তাফিজ ফরায়েজী জেরী : আপনি লিখেছেন, “ এসব তত্ত্ব এখন আর খাটে কিনা জানা নেই। ইসলামিক ছাত্রসংগঠনকেও বিজয় দিবস, স্বাধীনতা দিবস পালন করতে দেখেছি । “
উত্তরে বলছি: ১৯৯২ সালের পর ইসলামী দলগুলো ছাত্রসংগঠনকে বিজয় দিবস ও স্বাধীনতা দিবস গুরুত্ব দিয়ে পালন করতে শুরু করে । কথিত ইসলামী দলগুলোর মতে জাতীয় সংগীত গাওয়া হারাম ।
হেফাজতে ইসলামীর মতে জাতীয় সংগীত গাওয়া কুফরী । এজন্য হেজাফতের নিয়ন্ত্রনে থাকা ২৩ হাজার মাদ্রাসায় কখনোই জাতীয় সংগীত গাওয়া হয়নি । এসব মাদ্রাসায় কখনোই জাতীয় পতাকা উত্তোলন করা হয় না ।

২১ নভেম্বর ২০১৪ রাত ১১:১২
230165

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : মোহাম্মদের "শাদী দিবস" থাকবে না কেন? উনি ঘটা করে এতগুলো শাদী করলেন, শাদীর জন্য কোরাণের আয়াত নাজিল করলেন, নাবালিকা আয়শার জন্য খোয়াব দেখলেন, পালকপুত্র কে তেজ্য করলেন....... কত কি!!

জান্নাত লোভি মুমিনরা মোহাম্মদের শাদী দিবস পালন করে না এটা বিশ্বাস করি না। @ ফকরুল ইসলাম।
২১ নভেম্বর ২০১৪ রাত ১১:৫১
230176
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : মুক্তিযুদ্ধের কন্যা, আমার ব্লগে ধর্মীয় উস্কানি দেওয়া নিষেধ। নাস্তিক আর ধর্মীয় মৌলবাদীদের আমি সহ্য করি না, এরা ব্লগসমাজে বিশৃংখলা সৃষ্টির হোতা।
286578
২১ নভেম্বর ২০১৪ রাত ০৮:১৭

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : মওদুদী ও ওহাবী মতবাদ এবং হেফাজতী-কওমী-দেওবন্দী দর্শন অনুযায়ী - সব দিবসই হারাম। তবে বদর দিবস, আলকুদস দিবস, মোহাম্মদের শাদী দিবস........ হালল।
২১ নভেম্বর ২০১৪ রাত ০৮:২১
230113
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : :Thinking :Thinking :Thinking
২১ নভেম্বর ২০১৪ রাত ০৯:০৯
230126
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : ৥ মুক্তিযুদ্ধের কন্যা : আপনি লিখেছেন, “মওদুদী ও ওহাবী মতবাদ এবং হেফাজতী-কওমী-দেওবন্দী দর্শন অনুযায়ী - সব দিবসই হারাম। তবে বদর দিবস, আলকুদস দিবস, মোহাম্মদের শাদী দিবস........ হালল।”
উত্তরে বলছি : http://www.islamhouse.com/ ........ এই সাইটাতে ৫৯ টা ভাষায় ওহাবী মতবাদ অনুযায়ী প্রশ্নের উত্তর দেওয়া হয় । ওহাবী মতবাদ আর মওদুদী মতবাদ প্রায় একই জিনিস । ওহাবী/মওদুদী/আহলে হাদিস মতবাদে বিশ্বাসীরা প্রায়ই এই সাইট হতে লেখা কপি পেস্ট করে ব্লগ সাইটগুলোতে প্রকাশ করে থাকে ।
http://www.facebook.com/missiontawheedislam নামক আরও অনেক পেজ ফেসবুকে সচল ও সক্রিয় । তাদের দৃষ্টিভঙ্গিই আমি উল্লেখ করেছি । তারপরও তারা অনেক ক্ষেত্রে তাদের নিয়ম ভঙ্গ করে থাকেন ।
বদর দিবস পালন করা এই সাইট অনুযায়ী হারাম । আল কুদস দিবস ইমাম খেমেনী চালু করেন । এই সাইট অনুযায়ী ইমাম খোমেনী কাফের ।
মোহাম্মদের শাদী দিবস বলে কোন দিবস পালন হয় বলে আমার জানা নেই ।
২১ নভেম্বর ২০১৪ রাত ১১:১১
230164

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : মোহাম্মদের "শাদী দিবস" থাকবে না কেন? উনি ঘটা করে এতগুলো শাদী করলেন, শাদীর জন্য কোরাণের আয়াত নাজিল করলেন, নাবালিকা আয়শার জন্য খোয়াব দেখলেন, পালকপুত্র কে তেজ্য করলেন....... কত কি!!

জান্নাত লোভি মুমিনরা মোহাম্মদের শাদী দিবস পালন করে না এটা বিশ্বাস করি না। @ ফকরুল ইসলাম।
২১ নভেম্বর ২০১৪ রাত ১১:৫১
230177
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : মুক্তিযুদ্ধের কন্যা, আমার ব্লগে ধর্মীয় উস্কানি দেওয়া নিষেধ। নাস্তিক আর ধর্মীয় মৌলবাদীদের আমি সহ্য করি না, এরা ব্লগসমাজে বিশৃংখলা সৃষ্টির হোতা।
২২ নভেম্বর ২০১৪ রাত ১২:২০
230180

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : আপনি কি ৭২ বেশ্যা লোভি মুমিন প্রজাতির প্রানি @ জেরি??
286580
২১ নভেম্বর ২০১৪ রাত ০৮:২৫
হতভাগা লিখেছেন : বাংলা ব্লগ দিবসটা কি শুধু বাংলাদেশের ব্লগ গুলোর , নাকি দাদারাও ইনক্লুডেড ?

শুধু বাংলাদেশের ব্লগগুলো হলে সমর্থন থাকবে , কারণ ''রক্ত দেবো আমরা আর মজা চাখবে দাদারা'' - এটা আমাদের পূর্ব পুরুষরা দাদাদেরকে দিলেও আমি অন্তত এটা মানতে নারাজ ।

আর সব বাংলাদেশী ব্লগ কর্তৃপক্ষের উচিত অশ্লীলতা এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর উপর খড়গ আরোপ করা । দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেজন্য ব্লগকেও আগ্রনী ভূমিকা রাখতে হবে ।
২১ নভেম্বর ২০১৪ রাত ০৮:৪০
230120
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : যারা চাখে তাদের দিয়ে কোন উপযুক্ত কাজ হয় বলে জানা নেই, এটার জন্য আপনি না মানলে সেটা হবে বাজে অজুহাত।
২১ নভেম্বর ২০১৪ রাত ০৯:৪০
230143
হতভাগা লিখেছেন : যারা কিছুই করে নি তাদেরকে এক কাতারে নিয়ে আসলে যারা আদতেই করে দেখিয়েছে তাদের কোন মূল্যায়ন হয় না ।
286586
২১ নভেম্বর ২০১৪ রাত ০৮:৩৬
ফেরারী মন লিখেছেন : বাংলাদেশ এখন সমান দুইভাগে বিভক্ত। সবজায়গায় তার প্রভাব। ব্লগও ব্যতিক্রম নয়। সামুরা নিজেদের মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক ভাবে তাই তাদের সাথে মতের মিল কোথায়?
২১ নভেম্বর ২০১৪ রাত ০৮:৪৩
230122
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : ব্লগারদের একটা মতে উপনীত হতে হবে, 'সব মতের প্রতি কটাক্ষ না করে শ্রদ্ধাশীল হওয়া'। মত বিপক্ষে গেলেই সেই ব্যক্তি আমার বিরুদ্ধ লোক ভাবা ঠিক নয়। সামুকে শত্রু ভাবার কিছু নেই।
286626
২১ নভেম্বর ২০১৪ রাত ১০:১০
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : মোস্তাফিজ ফরায়েজী জেরী : আপনি লিখেছেন : "সামুকে শত্রু ভাবার কিছু নেই। "
সবাইকে উদ্দেশ্য করে বলছি : সামু বা সামহোয়ার ইন ব্লগ হলো ইসলাম ও মুসলিমদের শত্রু ।
সামহোয়ার ইন ব্লগের মালিক ও নরওয়ের নাগরিক,House 39, Road 35, Gulshan, Dhaka, 1212 , Bangladesh ) ঠিকানাস্হ্Arild Klokkerhaug (বাংলা ডাক নাম অরিল বর্তমানে নিজেকে গোলাম রাব্বানী বলে পরিচয় দিচ্ছেন ) এবং
তার গার্লফ্রেন্ড সৈয়দা গুলশান ফেরদৌস জানা ( পরবর্তীতে স্যাটাস বদলের পর Arild Klokkerhaug এর স্ত্রী ) -এই দুই লোকের ব্যাপারে আমাদের নজর দিতে হবে ?


বাংলাদেশে ব্লগ সাইট পরিচালনার নামে ইসলামবিদ্বেষ, ধর্মবিরোধীতা ও নাস্তিক্যবাদ প্রচারের জন্য তাদের শাস্তি হিসেবে ফাসি দাবি করা উচিত বলে আমি মনে করি । কারণ তারাই প্রথম ব্লগ সাইট বানিয়ে নাস্তিক ও ইসলামবিরোধীদের পৃষ্ঠপোষকতা করা শুরু করেন ।

এজন্য প্রথমে বাংলাদেশে স্হান করে নেওয়ার জন্য জামায়াত নেতা কামরুজ্জামানের এক ছেলে ওয়ামী-কে তারা হাত করে । প্রথমে জামায়াতের স্বপক্ষে কিছু লেখা লিখা হতো । তার কিছু দিন পরে তারা নাস্তিক আর উগ্রবাদী ও ধর্মান্ধ হিন্দুদের পৃষ্ঠপোষকতা দিতে থাকে । এব্যাপারে সুস্পষ্ট প্রমাণ আছে বিভিন্ন ব্লগ পোস্টে ।

‘সামহয়্যার ইন ব্লগ' -এর পক্ষে রেড হেরিং পুরস্কার সৈয়দা গুলশান ফেরদৌস জানা পেয়েছে ।

। ইসলামবিদ্বেষী গণমাধ্যম ডয়চে ভেলের ‘ববস্’এর অন্যতম বিচারক ছিলেন সৈয়দা গুলশান ফেরদৌস জানা । এসব প্রতিষ্ঠান নাস্তিক ও ইসলামবিরোধীদের পৃষ্ঠপোষকতা দেয় ।

আসিফ মহিউদ্দীন - কে ডয়চে ভেলের ‘ববস্’ সেরা ব্লগার হিসেবে পুরস্কার দেয় । নাস্তিক ও ইসলামবিরোধী বল্গার আসিফ মহিউদ্দীনকে এই পুরস্কার লাভে সাহায্য করে সৈয়দা গুলশান ফেরদৌস জানা ।



আপনারা যারা ইসলামকে ভালবাসেন তারা তাদের বিরোদ্ধে লিখছেন না কেন ? তাদের শাস্তি দাবি করছেন না কেন ?

দেখুন অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পত্রিকায় লেখা হচ্ছে । আমি মনে করি, আপনাদের এসব দিকে নজর দেওয়া উচিত ।


আচ্ছা কেউ কি বলতে পারেন নরওয়ের নাগরিক Arild Klokkerhaug কীভাবে বাংলাদেশে আছেন ? আমার জানা মতে বিখ্যাত নৃবিজ্ঞানী তেরেস বোসো ( কানাডার নাগরিক )বাংলাদেশে ১৮ বছর থেকেও নাগরিকত্ব পাননি । বাংলাদেশের নাগরিকত্ব আইন খুবই কঠিন । তাহলে আমার প্রশ্ন এই লোক কীভাবে বাংলাদেশে আছেন ? তার ধর্মীয় পরিচয় কি ? আর জানা নামক মেয়েটা তাকে কীভাবে বিয়ে করলো ? এই মেয়ে সৈয়দ বংশের মেয়ে । তার উপর তার বাড়ির নাম ইসলাম লজ । এসব বিবেচনায় আনুন । আপনারা তাদের বিরোদ্ধে আইনগত ব্যবস্হা নেওয়ার দিকে এগিয়ে যান ।


২১ নভেম্বর ২০১৪ রাত ১১:৪৭
230174
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : নাস্তিকরা তো নাস্তিকই। তাদের কার্যকলাপ আমাদের কাছে যেমন বিকৃত, তাদের কাছেও ধর্মীয় লোকদের কার্যকলাপ বিকৃত। সামু কোন ব্যক্তির নয় আমার আপনার মতো সাধারণ ব্লগারদের, যাদের বেশিরভাগের মতাদর্শ আপনার মতাদর্শ থেকে ভিন্ন মাত্র।
286627
২১ নভেম্বর ২০১৪ রাত ১০:১৩
মামুন লিখেছেন : এই পোষ্টটা কয়েকটি ব্লগে দিয়েছেন, অনেক ধন্যবাদ। সামু ব্লগেও দিয়েছেন কি? সেটাই আগে দেয়া উচিত ছিল মনে হল আমার। এটা একান্তই নিজের অনুভূতি।
শুভকামনা রইলো। Good Luck Good Luck
২১ নভেম্বর ২০১৪ রাত ১১:৩৯
230171
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : সামুতে এ ধরণের পোস্ট আমি কালকে করবো। পরিস্থিতি ভালোমতো বোঝার চেষ্টা করছি।
২২ নভেম্বর ২০১৪ সকাল ০৮:১৪
230218
মামুন লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে। হ্যা, ওদেরকেও এই বৈষম্য টুকু ওদের ব্লগেই জানানো দরকার।
শুভকামনা রইলো।Good Luck Good Luck
286685
২২ নভেম্বর ২০১৪ রাত ০১:৪৮
সঠিক ইসলাম লিখেছেন : বাংলা ব্লগ জগতের ৯৫ % এডমিন ই কট্টর ইসলাম বিদ্বেষী নাস্তিক। সামু, আমু, আলু, সচলায়তন, মুক্তমনা, নবযুগ, নাগরিক ব্লগগুলোর এডমিন সহ রাশভারি ব্লগার সবাই ই ইসলাম বিদ্বেষী নাস্তিক। যে কারনে ইসলাম নিয়ে লিখার কারনে সামু, আমু ও নাগরিক ব্লগে ব্যান খেয়েছি কয়েকবার। এ সব ব্লগে কোনদিনও ইসলাম বিষয়ক কোন পোষ্টকে নির্বাচিত করা হয় না, ইসলাম বিষয়ক ব্লগাররা এই ছয়-সাহ বছর যাবত এ সকল ব্লগে অবহেলিত ও ইসলামি বিরোধী এডমিন ও ব্লগারদের দ্বারা কোনাঠাসা। উল্লেখ্য যে, শাহবাগের যৌন জাগরনের মূল হোতাও মূলত এ সকল নাস্তিক ব্লগাররা। আর এ সকল নাস্তিক ব্লগের প্রতি উত্তর মূলক ব্লগ প্রকাশের নিমিত্তেই চালু হয়েছিল সোনারবাংলা ব্লগ যা সরকার বন্ধ করে দিয়েছে। আর এখন আছে শুধুমাত্র টুডে ব্লগ ও সদালাপ ব্লগ। তাই নাস্তিক এডমিন ও ব্লগাররা যে ব্লগ দিবসের আয়োজন করে থাকে প্রতি বছর সেখানে মূলত নাস্তিক ব্লগারদেরই পরক্ষভাবে পমোট করা হয় এবং মুসলিম ব্লগারদের তাচ্ছিল্যমূলক আচরন ই ভোগ করতে হয়। তাই টুগে ব্লগের কোন মুসলিম ব্লগার ঐ সকল কুফ্ফারদের সাথে কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেনা। ব্লগ ও ইন্টারনেটে নাস্তিক ধর্মবিদ্বেষীদের অপতৎপরতা
২২ নভেম্বর ২০১৪ সকাল ০৭:০৭
230210
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : তাহলে কি টুডে ব্লগের ব্লগাররা ব্লগ দিবস পালন করবে না? প্রতিযোগিতার আয়োজন হতে পারে, দিবসের প্রতিপাদ্য নির্ধারণ হতে পারে। মত দুই রকম হলেও ব্লগ দিবস একটিই। এটিকে নিজেদের মতো করে পালন করার জন্য পরিকল্পনা হতে পারে।
286718
২২ নভেম্বর ২০১৪ রাত ০৪:৪২
কাহাফ লিখেছেন :
স্বীয় স্বতন্ত্র বজায় রেখে টুডে ব্লগ 'ব্লগ দিবস' পালনের আয়োজন করতে পারে এবং আমার কাছে মনে হয় এটাই ভাল হবে! Thumbs Up Thumbs Up
২২ নভেম্বর ২০১৪ সকাল ০৭:০৮
230211
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : এটা ভেবে দেখার বিষয়। আপনারা সবাই নিজ নিজ মতামত দিন, পরিকল্পনা দিন। আসুন আলোচনা করি।
২২ নভেম্বর ২০১৪ সকাল ০৮:২৬
230220
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : তবে একটু মন উদার করলে একসাথে ব্লগ দিবস পালন করা অসম্ভব কিছু নয়। মতের পার্থক্য থাকতেই পারে, আর ব্লগ তো সব মতের মিলন মেলা।
২২ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৩৮
230221
কাহাফ লিখেছেন :
আমার উদ্দেশ্য হলঃ টুডে ব্লগের স্বাতন্ত্র বজায় রেখে অর্থাৎ এর ব্যানারে থেকে অন্য ব্লগ সাইটের সাথে সমন্বয় সাধন করে প্রোগ্রাম করা যেতে পারে!
আমি 'ব্লগ দিবস' সবার সাথে মিলেমিশে পালন করার পক্ষপাতি!Love Struck Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File