ব্লগারগণ আসুন পরিচিত হই
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ১১:৫১:৩১ সকাল
টুডে ব্লগে আমার অবস্থান ১ বছর ৮ মাস ৬ দিন। এই দীর্ঘ সময়ে আমি পোস্ট করেছি ১৮৫ টি পোস্ট। এই পোস্টগুলো পঠিত হয়েছে ৪৫ হাজারেরও বেশী বার। তবে আমি প্রথম থেকেই একজন আদর্শ ব্লগার নই কেননা অন্যের ব্লগে আমি খুব কম ঢুঁ মেরে থাকি।
এই ব্লগকে ঘিরে আমার স্মৃতির শেষ নেই। কত নিক এই ব্লগে চিনেছি ঠিক নেই। তবে আমার ব্লগের নিয়মিত পাঠকদের নিক খুব ভালো করেই চিনি।
এতদিন ব্লগে থাকা সত্ত্বেও কারো সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে নি। ব্লগের সম্পাদক কে তাও আমার অজানা।
তাই এবার সিদ্ধান্ত নিয়েছি আমি ব্লগারদের সাথে পরিচিত হবো। একাজে আপনাদের সহায়তা প্রয়োজন। আশা করছি কমেন্টে আমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারবো।
আমার পরিচয় হিসেবে আমি বলতে পারি,
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একজন ছাত্র। তার পাশাপাশি লেখালেখি করি। সাধারনত গল্প লেখি। এই আর কি।
আমার ফেসবুক আইডি: http://www.facebook.com/mrj.sg
ধন্যবাদ, প্রিয় ব্লগারগণ। আপনাদের আন্তরিকতা ছাড়া একজন ব্লগার হয়ে ওঠা আমার জন্য কঠিন ব্যাপার ছিল।
বিষয়: বিবিধ
১১৮৩ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আমনের উদ্যোগের জন্য। কিন্তু, এইহানে বেশী কিছু কইতারতামনা। মানা আছে
আমি চিটাগং ভার্সিটি থেকে রাজনীতি বিজ্ঞানে স্নাতোকোত্তর করেছি ১৯৯৪ ইং সালে (পরীক্ষা হয়েছে ১৯৯৮ ইং এ)।
এরপর একটি স্কুল ও কলেজের দায়িত্বে ছিলাম দেড় বছর। এখন একটি পোষাক শিল্পের কমপ্লেয়েন্স, এইচ, আর এবং এডমিন এর সিনিয়র অফিসার হিসেবে গোলামি করছি।
আমার দুই মেয়ে, একজন বউ।
বাবা-মা এবং আরো তিনভাই রয়েছেন।
দেশের বাড়ি খুলনায়।
সাভার জাহাঙ্গীরনগর ভার্সিটির সাথেই আমার পরিবার এখন থাকে।
আমি গাজীপুরের কোনাবাড়িতে সপ্তাহের ৫ দিন একা একা অবস্থান করি।
আর আমি একজন কালো মনের মানুষ, তবে সাদা মনের হবার চেষ্টায় রয়েছি।
এই হলাম আমার 'আমি'।
ধন্যবাদ আপনার সুন্দর পোষ্টটির জন্য।
জাজাকাল্লাহু খাইর।
আমি পোস্ট লিখেছি- ২৯৬ টি
মন্তব্য করেছি ১৭৯৫ টি
প্রতি মন্তব্য পেয়েছি- ১৭৯৩ টি
ব্লগ পঠিত হয়েছেঃ ১৪৬২৯৭ বার
ব্লগে আছি ১ বছর ৫ মাস ২৭ দিন
অনেক ধন্যবাদ
রিয়েল লাইফে কে কোথায় থাকে না থাকে এসব বিষয় জানার কী প্রয়োজন!
@জেরী ভাই - আশা করি কিছু মনে করবেন না। মনে কষ্ট নিয়েন না।
সবোপরী, ব্লগের সুত্র ধরে তার ফেইসবুকের বাড়ীতে গিয়ে আড্ডাটাও কাছে টানার জন্য কম কাজ করেনা।
আমি প্রবাসী মজুমদার, ১৯৯১ থেকে প্রবাসে থাকি। ধন্যবাদ।
আমার নাম সাইফ উদ্দীন। এফবির আগের আইডি নষ্ট হয়ে গেছে,,নতুন নাম দ্বীনের তরবারি।
মন্তব্য করতে লগইন করুন