সিদ্ধান্ত
লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ০৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৬:৫৫:২৫ সন্ধ্যা
সেই হৃদয় বিদারক উপন্যাসিকা 'নভেলার' ব্লগে প্রকাশের ব্যাপারে ভাবছি।
'নভেলার' আমি ছাড়া আর কেউ পড়ে নি। হয়তো অংশ বিশেষ আমার দু'একজন বন্ধু পড়েছে। এ বিষয়ে শেষ সিদ্ধান্ত আমাকে সামনে সপ্তাহে নিতে হবে। কেননা 'পার্ল পাবলিকেশন'-এ নভেলার গল্পগ্রন্থের পান্ডুলিপিটি ঝুলে আছে। একদিনও খোঁজ নিই নি। আসলে কেন জানি খোঁজ নিতে মন চাই না। ওরা পান্ডুলিপিটা পড়েছে কিনা জানা নেই। ওরাতো আমাকে এই দুই মাসে একবার ফোন দিয়ে জানাতে পারতো? তবে ওরা জানায় নি। দায়িত্ববোধ ওদের কতটুকু আছে জানি না।
মোদ্দাকথা, প্রকাশনীদের পিছনে চামচামি করার সময় নেই আমার। আমাকে এখনো অনেক কিছু লিখতে হবে। পাঠক সৃষ্টির জন্য দৌড়-ঝাঁপ করারও সময় নেই। হাতের কাছে যে দু'একটা লিটলম্যাগ ছাপা হবে, তাদের কাছে লেখা দিব। তাদের ভালো লাগলে ছাপাবে না হলে নয়। এইতো বেশ! আর ব্লগে আমার অবিরাম লেখাতো চলবেই।
এতকিছুর পরও শুভসংবাদ হতাশ হবার কিছু নেই। কেননা, সাহিত্য আমাকে আকর্ষণ করে, হতাশ নয়। সমাজের আর স্বপ্নের কথা লিখতেই আমি এসেছি, ঝড়-ঝঞ্ঝা কিংবা আর্থিক দীনতা আমাকে যদি ঠেকিয়ে রাখার সাহস রাখে তাহলে ওরা আসুক, আমি বুকে পেতে নেবো ওদের, তবু জানি ওরা পারবে না।
দয়া করে পোস্টটিতে কেউ কমেন্ট করবেন না।
-মোস্তাফিজ ফরায়েজী জেরী
বিষয়: সাহিত্য
১০০৪ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব কষ্ট লাগে। বই প্রকাশে টাকা দিতে হবে। না পারলে বই প্রকাশ হবেনা। প্রকাশক এত বড় রিস্ক নিবে কেন? তাহলে? লিখার প্রতিভা গোল্লায় যাক।
আমার অনুভুতির কথাগুলো আপনি লিখে ফেললেন। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন