বই প্রকাশ করতে চাই, প্রকাশক Wanted

লিখেছেন লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী ২৮ আগস্ট, ২০১৪, ০৭:০১:০৬ সন্ধ্যা



ব্লগে প্রায় দুই বছর ধরে লেখা লেখি করে চলেছি। আমার ব্লগ মানে যে সাহিত্য ব্লগ তা আর বলার অপেক্ষা রাখে না। টুডে ব্লগের সম্পাদক মহোদয় সব সময় আমাকে সুনজরে রেখেছিলেন বলেই হয়তো আমি সব সময় উৎসাহিত হয়ে ব্লগে সাহিত্যচর্চা করেছি।

যাই হোক, কোন সুহৃদয় প্রকাশক যদি আমার বই প্রকাশে আগ্রহী হয়ে থাকেন তাহলে জানাবেন। আমার লেখার মান বিচারের জন্য আমার ব্লগগুলো পড়ে দেখতে পারেন। দু'টি পান্ডুলিপি শেষ করে রেখেছি।

১। নভেলার (ছোটগল্প)

যেখানে বিভিন্ন ধাঁচের প্রেমের এবং জীবনধর্মী গল্প সংযুক্ত করেছি।

২। বাঘ মামা সিরিজ (ছোটদের গল্প)

বাঘ মামা সিরিজের ভিন্নধর্মী ৮ টি মজার গল্প নিয়ে করেছি পান্ডুলিপিটা।

আমি থেমে নেই। লিখে চলেছি 'দ্য এজ অব নাম্বারম্যান' নামক ফিকশন, যেখানে দেখা যাবে কিভাবে বাঙালীরা বিশ্ব শাসন করছে।

বাংলাদেশের প্রকাশনীদের নতুনদের প্রতি যে এলার্জী আছে তা নতুন নয়, বরং বলা যেতে পারে তারা নতুনদের প্রতি নিষ্ঠুর। আমার খুব একটা চামচামির স্বভাব নেই, সেজন্যই হয়তো পারছি না।

আর সামনে বই মেলায় আমার বই প্রকাশটাও জরুরী হয়ে গেছে। তা না হলে আরেকটি বছর অপেক্ষার প্রহর গুনতে হবে। তাই অতিশয় অপারগ হয়ে বেকার, ছাত্র এবং এই তরুণটি এই পোস্ট দিতে বাধ্য হয়েছে।

কোন সুহৃদ প্রকাশক আগ্রহী হলে আমার সাথে যোগাযোগ করবেন আশা করি।

মুঠোফোনঃ ০১৭৩৭-৩৭৭০৯০

-------------------------------------------------------

বিষয়: সাহিত্য

১৮৯৮ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259249
২৮ আগস্ট ২০১৪ রাত ০৮:১৬
মোঃ আবু তাহের লিখেছেন : খান প্রকাশনীর খান ভাইয়ের সাথে যোগাযোগ করা যেতে পারে, উনি এর আগেও ব্লগারদের লেখা নিয়ে বেশ কয়েকটি বই বের করেছেন।
২৮ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৯
203042
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : সেটা আমি জানি কিন্তু খান ভাইয়ের ফোন নাম্বার আমার কাছে নেই।
259391
২৯ আগস্ট ২০১৪ সকাল ১১:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খান ভাই
০১৭৮১৯০৩১২৮
৩০ আগস্ট ২০১৪ সকাল ০৯:১৪
203385
মোস্তাফিজ ফরায়েজী জেরী লিখেছেন : ধন্যবাদ ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File